Theme Gese Sob (থেমে গেছে সব) Lyrics by SI Tutul | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Theme Gese Sob
Song's Vocalist - SI Tutul
Song's Composer - Fidel Naim
Song's Lyricist - Sheikh Nazrul
Song's Release Date - 20 July 2022
Song's Published on HM Voice Youtube Channel
"থেমে গেছে সব" গানের সম্পূর্ণ লিরিক্স
থেমে গেছে সব কোলাহল
নিঃস্তব্ধ রাতে একাকি আমি
অপেক্ষা শুধু দিচ্ছে তাড়া
হারালে তুমি যে কোথায়।
ও আজো কি থাকবো তুমি ছাড়া
তুমি হারালে কোথায় জানি
এভাবেই রাত হবে ভোর
তবু কাটবে না তার ঘোর
তোমার অপেক্ষায় মন দিশেহারা।
এক একটি মুহূর্ত মনে হয় দুঃস্বপ্নে
হঠাৎ জাগা হাজার বছর
জেগে থাকা চাঁদটাকে মনে হয়
অভিমানী আলো ভরা ভুলের শহর।
ও আজো কি থাকবো তুমি ছাড়া
তুমি হারালে কোথায় জানি
এভাবেই রাত হবে ভোর
তবু কাটবে না তার ঘোর
তোমার অপেক্ষায় মন দিশেহারা।
সময়ের হাত ধরে চলে যাবে দিন
তুমিও একা হবে আমি বিহীন
তাকিয়ে থাকা ওই সূর্যকে মনে হয়
অভিমানে আলো ভরা ভুলের শহর।
ও আজো কি থাকবো তুমি ছাড়া
তুমি হারালে কোথায় জানি
এভাবেই রাত হবে ভোর
তবু কাটবে না তার ঘোর
তোমার অপেক্ষায় মন দিশেহারা।
Post a Comment