Ads:

Hridoye Mahfuz (হৃদয়ে মাহফুজ) Lyrics by Ahmod Abdullah, Tawhid Jamil & Kalarab Shilpigosthi | Bangla New Gojol 2022

গজলের নাম - হৃদয়ে মাহফুজ
কন্ঠশিল্পী - আহমদ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, ইলিয়াস আমিন, তাওহিদ জামিল ও সালমান সাদী
সুরকার - আহমদ আবদুল্লাহ
গীতিকার - হোসেন আল হাফিজ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "হৃদয়ে মাহফুজ" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মূলত কলরবের প্রয়াত কন্ঠশিল্পী মাহফুজকে নিয়ে করা হয়েছে। "হৃদয়ে মাহফুজ" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আহমদ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, ইলিয়াস আমিন, তাওহিদ জামিল ও সালমান সাদী। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমদ আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 20 July 2022 -তে প্রকাশিত হয়।


"হৃদয়ে মাহফুজ" গজলের সম্পূর্ণ লিরিক্স

তোমার জন্য হাসির
গোলাপ কত আলাপের ইচ্ছে
তোমার জন্যে মনে জমা প্রেম
চোঁখের জলে ভিজছে।

তোমার জন্য হাসির
গোলাপ কত আলাপের ইচ্ছে
তোমার জন্যে মনে জমা প্রেম
চোঁখের জলে ভিজছে।

তোমার জন্য কত গান
জমা সুরের হাওয়ায় উড়ছে
তোমার জন্য হাজার কবিতা
মনের আগুনে পুড়ছে।

তোমার জন্য বিরহের তীর
হৃদয়েরালে বেধেছে
তোমার জন্য বিরহের তীর
হৃদয়েরালে বেধেছে
মনের উঠোন ভিজছে মাহফুজ।

তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে।

তোমার জন্য চেয়ার খালি
তোমার জন্য কামরা
তুমি একা নও পাশে আছি
তোমার জন্য আমরাও।

তোমার জন্য আমাদের মন
রুটিন করে কাঁদছে
তোমার জন্য আমাদের মন
রুটিন করে কাঁদছে।

তোমার জন্য চায়ের কাপটা
ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে
তোমার জন্য আকাশ কালো
সব আয়োজন মিথ্যে
মনের উঠোন ভিজছে মাহফুজ।

তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা
আজ হৃদয় ভেঙে দিচ্ছে।

তোমার জন্য আগামীর
কত জমিয়ে রাখা গল্প
বলতে গিয়েও হয়নি বলা
ভেবেছি বলবো বলবো।

তোমায় জন্য হারিয়ে গেলো
হাসবার যত ফন্দি
খোলা বাতাসের বিষাদ কালোয়
দু'চোখ ক্যামরা বন্দি। 

অতীতের যত সৃতি মাখা দিন
জমানো মনের স্তম্ভে
একবার এসো তোমার জন্য
একটু হলেও কমবে।

তোমার জন্য গুছানো জীবন
মেঘেরা ডেকে দিচ্ছে
মনের উঠোন ভিজছে মাহফুজ।

তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ
হৃদয় ভেঙে দিচ্ছে
তোমায় ছোঁবার ইচ্ছেরা আজ
হৃদয় ভেঙে দিচ্ছে।

Post a Comment

Previous Post Next Post