Bhalobashi Bolte Chai (ভালোবাসি বলতে চাই) Lyrics by Imran Mahmudul And Poni Chakma | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Bhalobashi Bolte Chai
Song's Vocalist - Imran Mahmudul And Poni Chakma
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Snahashish Ghosh
Song's Release Date - 22 February 2022
Song's Published on CMV Music Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Cross Connection
Starring - Afran Nisho and Sabila Nur
Director - Jakaria Showkhin
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh
"ভালোবাসি বলতে চাই" গানের সম্পূর্ণ লিরিক্স
তোমার মিষ্টি হাসি দেখে
আমি এ ভবন ভুলে যাই
উড়বে চঞ্চল পরী হয়ে
আমি যেটা আনা হতে চাই।
এলোমেলো এই তোমাকে
আমি একটু গোছাতে চাই
তোমার যতো স্বপ্ন আছে
আমি তাতে রং মেশাতে চাই।
তোমার হাতটা ধরে
অচিন এক শহরে
প্রেম ছড়ানো ঘরে
গিয়ে তোমায়।
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই।
তুমি যানো তিলোত্তমা
হাতে গড়া এক প্রতিমা
ভরে না মন দেখে তোমাকে।
চোখে চোখে আর কত কথা
ভাঙ্গ এবার ওই নীরবতা
ভালোবাসো যদি আমাকে।
তোমার হাতটা ধরে
অচিন এক শহরে
প্রেম ছড়ানো ঘরে
গিয়ে তোমায়।
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই
শুধু একবার ভালোবাসি
এই কথা বলতে চাই।
Post a Comment