Ads:

Na Evabe Na (না এভাবে না) Lyrics by Shiekh Sadi | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Na Evabe Na
Song's Vocalist - Shiekh Sadi
Song's Composer - Shiekh Sadi
Song's Lyricist - Shiekh Sadi
Song's Release Date - 16 July 2022
Song's Published on Cd Choice Youtube Channel


"না এভাবে না" গানের সম্পূর্ণ লিরিক্স

তোমার স্বরনেরা কাটাতে
আর পারি না
প্রহর গুনে পথে তাকাতে
আর পারি না।

তোমাকে নিয়ে দেখা স্বপ্ন
মনে পড়ে রোজ রোজ অবেলায়
তুমি পাশে এসে বসবে না
ভাবতে মন না চায়।

না এভাবে না আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
না এভাবে না আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না।

তোমায় দেখব আমি সাথে তোমার স্বামী
হাতের গড়িটাও বেশ দামী
আমি হেরেছি নিজের চখে
তোমাকে হারিয়ে
অপদার্থ আমি সমাজের ভিড়ে।

না এভাবে না আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
না এভাবে না আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না।

ভুলে যাই তবুও মাঝে মাঝে
স্বরনে তুমি এসে কেন কেন দেখা দেও
স্বার্থপর কে ছিল তুমি
নাকী ভালোবাসা এমন টাই হয়।

না এভাবে না আমি মানি না 
তুমি ছাড়া এই পৃথিবী চাই না
না এভাবে না আমি মানি না
তুমি ছাড়া এই পৃথিবী চাই না।

Post a Comment

أحدث أقدم