Ads:

Tumi Sondharo Meghomala (তুমি সন্ধ্যার মেঘমালা) Lyrics by Durnibar Saha | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Tumi Sondharo Meghomala
Song's Vocalist - Durnibar Saha
Song's Composer - 
Song's Lyricist - Rabindranath Tagore
Song's Release Date - 14 July 2022
Song's Published on Panorama Music Youtube Channel

This song is a song of Bengali Movie
Name of the Movie - Achena Uttam
Starring - Saswata Chatterjee, Rituparna Sengupta and Srabanti Chatterjee
Director - Atanu Bose 
Release Date - 2022
Language - Bengali
Country - Indian


"তুমি সন্ধ্যার মেঘমালা" গানের সম্পূর্ণ লিরিক্স

তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী।

আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।

আমি আপন মনের মাধুরী মিশায়ে
তোমারে করেছি রচনা
তুমি আমারি, তুমি আমারি
মম অসীমগগনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।

মম হৃদয়রক্তরাগে
তব চরণ দিয়েছি রাঙিয়া
মম হৃদয়রক্তরাগে
তব চরণ দিয়েছি রাঙিয়া
ওই সন্ধ্যাস্বপনবিহারী।

তব অধর এঁকেছি সুধাবিষে মিশে
মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি তুমি আমারি
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।

তব অধর এঁকেছি সুধাবিষে মিশে
মম সুখদুখ ভাঙিয়া
তুমি আমারি তুমি আমারি
মম বিজনজীবনবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।

মম মোহের স্বপন-অঞ্জন
তব নয়নে দিয়েছি পরায়ে
ওই মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে
দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।

মম মোহের স্বপন-অঞ্জন
তব নয়নে দিয়েছি পরায়ে
ওই মুগ্ধনয়নবিহারী
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে
দিয়েছি জড়ায়ে জড়ায়ে
তুমি আমারি তুমি আমারি
মম জীবনমরণবিহারী
তুমি সন্ধ্যার মেঘমালা
তুমি আমার সাধের সাধনা।

Post a Comment

أحدث أقدم