Ads:

Holud Patar Moto (হলুদ পাতার মতো) Lyrics by Sayed Bin Shafiq | Bangla New Gojol 2022

গজলের নাম - হলুদ পাতার মতো
কন্ঠশিল্পী - সাঈদ বিন শফিক
সুরকার - সাঈদ বিন শফিক
গীতিকার - গাজী খায়রুল ইসলাম

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "হলুদ পাতার মতো" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "হলুদ পাতার মতো" গজলটি গেয়েছেন কন্ঠশিল্পী সাঈদ বিন শফিক। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাঈদ বিন শফিক। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 17 July 2022 -তে প্রকাশিত হয়।


"হলুদ পাতার মতো" গজলের সম্পূর্ণ লিরিক্স

গাছের পাতা যায় রে ঝড়ে
সকাল-বিকেল কত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।

ঈমান রাখিস বুকের ভিতর
তুই যে অবিরত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।

ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।

কোরআন জেনে সুন্নাহ মেনে
করলে জীবন যাপন
সহজ হবে উভয় জীবন
প্রভু হবে আপন।

কোরআন জেনে সুন্নাহ মেনে
করলে জীবন যাপন
সহজ হবে উভয় জীবন
প্রভু হবে আপন।

ও তোরা মন থেকে দূর হবে
সব গুনাহ আছে যত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।

ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।

সুখে দুঃখে পলে পলে
রভের কথা বলিস
রঙের জীবন ছেড়ে রে তুই
রাসুল মতে চলিস।

সুখে দুঃখে পলে পলে
রভের কথা বলিস
রঙের জীবন ছেড়ে রে তুই
রাসুল মতে চলিস।

ও তোর জীবন হবে সুখের নদী
ঝড়বে দুঃখের ক্ষত
সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।

ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো
ও সময় হলে ঝড়বি রে তুই
হলুদ পাতার মতো।

Post a Comment

أحدث أقدم