Hasbunallah (হাসবুনাল্লাহ) Lyrics by Ahnaf Khalid, Fazle Elahi Sakib & Jahidul Islam Kalarab | Bangla New Gojol 2021
গজলের নাম - হাসবুনাল্লাহ
কন্ঠশিল্পী - আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব ও জাহিদুল ইসলাম
সুরকার - এইচ আহমেদ
গীতিকার - এইচ আহমেদ
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "হাসবুনাল্লাহ" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "হাসবুনাল্লাহ" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব ও জাহিদুল ইসলাম। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন এইচ আহমেদ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 08 October 2021 -তে প্রকাশিত হয়।
"হাসবুনাল্লাহ" গজলের সম্পূর্ণ লিরিক্স
আমি চাইনা কিছু আর এই ভুবনে
থাকো পূর্ণতা শত শত
হাসি-কান্না ভরা এই ছোট জীবনে
করুণা চাই তোমার অবিরত।
ও তোমার রহমে তোমার প্রেমে
ভরে দিও আমার দিল
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর।
জীবন আমার বেদনা বিধুর
হারানো প্রাপ্তি ছিলোনা মধুর
তবু আশার জাল বুনে তোমার সন্ধানে
সঁপে দিয়েছি এই দিল।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর।
আশার বাসা ভেঙে যায় বারবার
স্বপ্ন সাজিয়ে তুলে যতবার
আমি পথ ভুলে ভুলে ব্যথার অনুকূলে
আধার করেছি হাসিল।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর।
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর
হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল
নিমাল মাওলা ওয়া নিমান নাছীর।
إرسال تعليق