Shanti Kothay Pai (শান্তি কোথায় পাই) Lyrics by Sayed Ahmad | Bangla Islamic Song 2023
Gojol's Informations
Name of the Gojol - Shanti Kothay Pai
Gojol's Vocalist - Sayed Ahmad
Gojol's Composer - Sayed Ahmad
Gojol's Lyricist - Aynuddin Al Azad
Gojol's Release Date - 08 February 2023
Gojol's Published on Sayed Ahmad Youtube Channel
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "শান্তি কোথায় পাই" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "শান্তি কোথায় পাই" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাঈদ আহমদ এবং গজলটির কথা লিখেছেন আইনুদ্দিন আল আজাদ। গজলটি ইউটিউব চ্যানেল Sayed Ahmad -এ 08 February 2023 -তে প্রকাশিত হয়।
"শান্তি কোথায় পাই" গজলের সম্পূর্ণ লিরিক্স
ও দেশের ভাই রে
বলনা কোথায় যাই রে
একটু শান্তি বলো
কোথায় গিয়ে পাই রে
চারিদিকে শুনি শুধু
নাই কিছু নাই রে।
পানির কলে পানি নাই
তাতে কি আসে যায়
বিদ্যুতের খবর নাই
উন্নতির জোয়ার বয়
সেই জোয়ারে ভেসে ভেসে
দেশ গেল গোল্লায় রে।
আইনের শাসন নাই
অস্ত্রের অভাব নাই
খুন করে ল্যাংড়া বাবু
রাতারাতি ছাড়াও পায়
বিচারপতির বেতন আছে
বিচার কোথাও নাই রে।
জীবনের দাম নাই
যুবকের কাম নাই
বেকারের অভাব নাই
নবাব বাড়ি নবাব নাই
জবাব দিলে স্বভাব খারাপ
এইতো হল দায় রে।
পাম্পে তেল নাই
আমাগো বেল নাই
কওয়ার ও জায়গা নাই
সোয়ার ও কায়দা নাই
শান্তি পেতে হলে
দ্বীনের পথে আয় রে।
আছে ভাই আছে আছে
অনেক কিছুই আছে
অফিসে ঘুষ আছে
দেওয়ার মত মানুষ আছে
দুর্নীতির শীর্ষে আছে
আর কি মোরা চাই রে।
বাজারটা গরম আছে
যাবেন না মাছের কাছে
পেঁয়াজের ঝাঁজ আছে
মরিচের ঝাল বেড়েছে
বাজারের আগুনেত
পুড়ে হবি ছাই রে।
মিথ্যার ঝুড়ি আছে
নেতাদের ভুড়ি আছে
ক্ষমতার গরম আছে
আমলাদের কলম আছে
হুজুর ঠান্ডা করতে আছে
ইসলামের দোহাই রে।
إرسال تعليق