Ads:

Dhiki Dhiki (ধিকি ধিকি) Lyrics by Ikkshita Mukherjee | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Dhiki Dhiki
Song's Vocalist - Ikkshita Mukherjee
Song's Composer - Amit Chatterjee
Song's Lyricist - Debaloy bhattacharya and Ritam Sen
Song's Release Date - 18 March 2023
Song's Published on SVF Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ধিকি ধিকি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ধিকি ধিকি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইক্ষিতা মুখোপাধ্যায়। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অমিত চ্যাটার্জি এবং গানটির কথা লিখেছেন দেবলয় ভট্টাচার্য, রিতম সেন। গানটি ইউটিউব চ্যানেল SVF Music -তে 18 March 2023 -তে প্রকাশিত হয়।


"ধিকি ধিকি" গানের সম্পূর্ণ লিরিক্স

নদীর পাড়ে উনান জ্বালি
তাহাতে দি ফুলের ডালি
রাঁধেন বাড়েন নাউয়ের সারেন
পরাণ খানা চাঁদের ফালি।

রাঁধেন বাড়েন নাউয়ের সারেন
রাঁধেন বাড়েন নাউয়ের সারেন
পরাণ খানা চাঁদের ফালি।

ধিকি ধিকি তারার দাফন
সারা রাতি জাগা
পিয়ার আশে খুলেছি চোখ
চোখ খাইল কাগা।

খাস খলিজা বুকের আগুন...
হক কথা কয় গুরু ঠাকুর
খাস খলিজা বুকের আগুন
হক কথা কয় গুরু ঠাকুর।

রাইধা বাইরা খাইতে দিলুম
রাইধা বাইরা খাইতে দিলুম
শুনব না তোর ও জোর জুলুম।

ধিকি ধিকি তারার দাফন
সারা রাতি জাগা
পিয়ার আশে খুলেছি চোখ
চোখ খাইল কাগা।

সাজাই দিমু এক থালি জুঁই...
সঙ্গে সাজাই আমার ললাট
সাজাই দিমু এক থালি জুঁই
সঙ্গে সাজাই আমার ললাট।

বিছাই দি শীতলপাটি
বিছাই দি শীতলপাটি
তার নিচে মোর গড়ের মাটি।

ধিকি ধিকি তারার দাফন
সারা রাতি জাগা
পিয়ার আশে খুলেছি চোখ
চোখ খাইল কাগা।

Post a Comment

أحدث أقدم