Sudhu Tumi (শুধু তুমি) Lyrics by Porshi And Arpan Karmakar | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Sudhu Tumi
Song's Vocalist - Porshi And Arpan Karmakar
Song's Composer - Arpan Karmakar
Song's Lyricist - Jayanta Biswas
Song's Release Date - 30 January 2023
Song's Published on Sultan Entertainment Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Love Station
Starring - Farhan Ahmed Jovan And Sabrina Porshi
Director - Mohidul Mohim
Release Date - 2023
Language - Bengali
Country - Bangladesh
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "শুধু তুমি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "শুধু তুমি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী পোরশী ও অর্পণ কর্মকার। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অর্পণ কর্মকার এবং গানটির কথা লিখেছেন জয়ন্ত বিশ্বাস। গানটি ইউটিউব চ্যানেল Sultan Entertainment -এ 30 January 2023 -তে প্রকাশিত হয়।
"শুধু তুমি" গানের সম্পূর্ণ লিরিক্স
খুঁজেছো কি তুমি আমাকে
ভালোবেসে ওই নীল তারায়
তোমাকে ভেবে সারাক্ষন
মনে আঁকি এই রূপকথা।
তুমিও কি নিমেষে
মিশে যাবে শুধু ভালোবেসে?
তোমারই মনের এক কোনে
আমিও আছি আনমনে।
কেন মন চলে যায়
তোমারই ঠিকানায়
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
কেন ঘুম ভেঙে যায়
চোখেরই কিনারায়
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
তোমার কথা ভেবে রাত্রি কেটে যাবে
চুপি চুপি আড়ালে
আ..
চোখে চোখে কথা এ যেন ভালোবাসা
তোমারই ছোঁয়া পেলে।
কেন মন চলে যায়
তোমারই ঠিকানায়
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
কেন ঘুম ভেঙে যায়
চোখেরই কিনারায়
আমার স্বপ্নে তাই শুধু তুমি।
আ... হা...
শুধু তুমি শুধু তুমি।
Post a Comment