Ads:

Kache Ashar Ei Golpe (কাছে আসার এই গল্পে) Lyrics by Imrul Karim Emil | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Kache Ashar Ei Golpe
Song's Vocalist - Imrul Karim Emil
Song's Composer - Shaker Raza
Song's Lyricist - Tanvir Chowdhury
Song's Release Date - 27 January 2023
Song's Published on Closeup Bangladesh Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "কাছে আসার এই গল্পে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "কাছে আসার এই গল্পে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইমরুল করিম এমিল। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন শাকের রাজা এবং গানটির কথা লিখেছেন তানভীর চৌধুরী। গানটি ইউটিউব চ্যানেল Closeup Bangladesh -এ 27 January 2023 -তে প্রকাশিত হয়।


"কাছে আসার এই গল্পে" গানের সম্পূর্ণ লিরিক্স

হয়তো তোমার
হাসি খুবই ভালো লাগে
নয়তো তোমার নীরবতা
বড়ো কানে লাগে।

হয়তো এ মন
মনে মনে তোমায় ডাকে
নয়তো না পেয়ে তোমায়
হারাবার ভয় থাকে।

হয়তো নয়তো
হবে বেশি অল্পে
কাছে আসার এই গল্পে।

তুমি দূরে থাকো বা
বুকেরই বাঁ পাশে
তুমি মনে রাখো না
রাখো আমাকে।

ঠিক আছে... ঠিক আছে...

হয়তো চোখে
চোখে কত কথা বলি
নয়তো তোমার বলা
বলা কথা শেষ করি।

আমাদেরই টান
নেই কোনো অভিধানে
হয়তো বুঝি তোমায়
নয়তো খুঁজি অনুমানে।

হয়তো নয়তো
হবে বেশি অল্পে
কাছে আসার এই গল্পে।

তুমি দূরে থাকো বা
বুকেরই বাঁ পাশে
তুমি মনে রাখো না
রাখো আমাকে।

ঠিক আছে... ঠিক আছে...

Post a Comment

Previous Post Next Post