Tumi Amar Ki (তুমি আমার কি) Lyrics by Hridoy Khan And Farhana Afrin Ayshe | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Tumi Amar Ki
Song's Vocalist - Hridoy Khan And Farhana Afrin Ayshe
Song's Composer - Hridoy Khan
Song's Lyricist - Arif Motahar
Song's Release Date - 02 December 2022
Song's Published on Hridoy Khan Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তুমি আমার কি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তুমি আমার কি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী হৃদয় খান ও ফারহানা আফরিন আয়েশে। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন হৃদয় খান এবং গানটির কথা লিখেছেন আরিফ মোতাহার। গানটি ইউটিউব চ্যানেল Hridoy Khan -এ 02 December 2022 -তে প্রকাশিত হয়।
"তুমি আমার কি" গানের সম্পূর্ণ লিরিক্স
তুমি আমার কি যে
আমি আজও বুঝিনি তা
তুমিও তো বলোনি।
আমি আঁধারের আলো
তোমার মনে দীপাবলি
তুমি কি আজও বোঝোনি।
তোমার চোখের পলক
পায়েল রিনিঝিনি
হারিয়ে গেছি আমি।
তুমি আমার কি যে
আমি আজও বুঝিনি তা
তুমিও তো বলো নি।
হুঁ...
ফাগুনের এই পাগলা হাওয়া
সাজে কি মাতাল রূপে
কি সুর বাজে মনের গভীরে।
হুঁ...
ওরে ঘুড়ি যা যারে উড়ে
বলে দাও আমার মন প্রিয়রে
সারাক্ষন এই মন কাঁদে তার বিহনে।
তোমার চোখের পলক
চুড়ির ঝলক
আলতা পায়ে নূপুর বাজে।
তুমি আমার কি যে
আমি আজও বুঝিনি তা
তুমিও তো বলো নি।
হুঁ...
তোমার কাজল কালো চোখে
আমি আমার ছবি দেখি
জানি জেনেও বলো না লজ্জায়।
ও...
বৃষ্টি তুই যা যারে ভেসে
বলিস যেন সে দেখে এসে
আমি আছি বসে তারই ভাবনায়।
তোমার চোখের পলক
পায়েল রিনিঝিনি
হারিয়ে গেছি আমি।
ও...
তুমি আমার কি যে
আমি আজও বুঝিনি তা
তুমিও তো বলো নি।
হুঁ...
তুমি আমার কি যে।
Post a Comment