Ads:

Moira Gele Fira Asena (মইরা গেলে ফিইরা আসেনা) Lyrics by Muhammad Badruzzaman | Bangla Islamic Song 2022

Gojol's Informations
Name of the Gojol - Moira Gele Fira Asena
Gojol's Vocalist - Muhammad Badruzzaman
Gojol's Composer - Muhammad Badruzzaman
Gojol's Lyricist - Rafiqul Islam Tawhid
Gojol's Release Date - 01 December 2022
Gojol's Published on Holy Tune Youtube Channel

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "মইরা গেলে ফিইরা আসেনা" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "মইরা গেলে ফিইরা আসেনা" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান এবং গজলটির কথা লিখেছেন রফিকুল ইসলাম তাওহিদ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 01 December 2022 -তে প্রকাশিত হয়।


"মইরা গেলে ফিইরা আসেনা" গজলের সম্পূর্ণ লিরিক্স

মইরা গেলে ফিইরা আসেনা
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা।

মাটির খাঁচা ভাইঙ্গা যেদিন
উইড়া যাইবো পাখি
পইড়া রইবো খাঁচা আমার
দেখবে সবার আখি।

চার পা ওলা চৌকী দিয়া
যাবে আমার লাশটা নিয়া
সারেতিন হাত খুঁড়বে কবর
তারই খবর রাখলাম না।

ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসেনা
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা।

সারা জনম সুদ ঘুষ খাইয়া
করছো নতুন বাড়ি
সুদের টাকায় ঘুষের টাকায়
কিনছো তুমি গাড়ি।

কি আর হবে গাড়ি দিয়া
কি আর হবে বাড়ি দিয়া
সব কিছুই তো রবে পরে
সঙ্গে কিছুই যাবে না।

ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসেনা
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা।

এই দুনিয়ার মায়ায় পইড়া
ভুইলা গেছো সবই
রক্তে মাংসে গড়া খাঁচা
দিয়েছেন তো রবই।

রবের হুকুম পালন করো
কোরআন হাদিস আঁকড়ে ধরো
প্রভুর কাছে ফিরা যাইবা
আর তো ফিরা আইবা না।

ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসেনা
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসেনা
মইরা গেলে ফিইরা আসেনা।

Post a Comment

Previous Post Next Post