Tomar Premer Pothik Premi (তোমার প্রেমের পথিক প্রেমী) Lyrics by Samz Vai & Tafsir Sharon | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Tomar Premer Pothik Premi
Song's Vocalist - Samz Vai and Tafsir Sharon
Song's Composer - Tafsir Sharon
Song's Lyricist - Tafsir Sharon
Song's Release Date - 13 September 2022
Song's Published on Antor Multimedia Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তোমার প্রেমের পথিক প্রেমী" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তোমার প্রেমের পথিক প্রেমী" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সামজ ভাই ও তাফসির শ্যারন। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন তাফসির শ্যারন এবং গানটির কথা লিখেছেন তাফসির শ্যারন। গানটি ইউটিউব চ্যানেল Antor Multimedia -এ 13 September 2022 -তে প্রকাশিত হয়।
"তোমার প্রেমের পথিক প্রেমী" গানের সম্পূর্ণ লিরিক্স
তুমি এই চিত্রপটে যন্ত্রণা না
চোখে আকা জালা
তুই শ্রাবণের গান না
আকাশের ওই তারা।
তুই অদৃশ্য অরণ্যের বেশে
পুতুল পুতুল খেলা
দেহের অতীত ক্রোধের বানী
ক্ষণে ক্ষণে জালা।
আমার সাজের বেলায় কেন
হলো কালোর মেলা
তোমার সন্ধ্যে সাজাই নিলা
কারে পরাই মালা।
তোমার প্রেমের পথিক প্রেমী
আমি যে দেওয়ানা
মনের নিখিল প্রাণের প্রীতি
তবু কেন একা।
নীলচে কাচে রাখবো তোর ওই
শহরটাকে ঢেকে
আমার দু'চোখ ভিজুক না হয়
ঝাপসা মেঘের শোকে।
তুই বাধনহারা মেঘের ধনী
স্রোতের পিপাসা
হৃদয় বনের দক্ষিন বাকা
বিনিদ্র লালসা।
তুই সরব কুলের পেখম মেলা
পিসাছি বিলাসি
ভয়ংকর স্তব্ধ নীশি
উদাস সরসী।
আমার সাজের বেলায় কেন
হলো কালোর মেলা
তোমার সন্ধ্যে সাজাই নিলা
কারে পরাই মালা।
তোমার প্রেমের পথিক প্রেমী
আমি যে দেওয়ানা
মনের নিখিল প্রানের প্রীতি
তবু কেন একা।
নীলচে কাচে রাখবো তোর ওই
শহরটাকে ঢেকে
আমার দু'চোখ ভিজুক না হয়
ঝাপসা মেঘের শোকে।
তুই শশান ঘাটের পোড়া লাশের
কাছেও কেন দোষী
কবরে ওই পোকা লাশের
করুন বিসৃতি।
তুই হৃদয় ভুমির মধ্যখানের
আসল কোন সৃতি
হাসির মাঝে শুন্য করা
অসুভ রাজনীতি।
আমার সাজের বেলায় কেন
হলো কালোর মেলা
তোমার সন্ধ্যে সাজাই নিলা
কারে পরাই মালা।
তোমার প্রেমের পথিক প্রেমী
আমি যে দেওয়ানা
মনের নিখিল প্রানের প্রীতি
তবু কেন একা।
নীলচে কাচে রাখবো তোর ওই
শহরটাকে ঢেকে
আমার দু'চোখ ভিজুক না হয়
ঝাপসা মেঘের শোকে।
Post a Comment