Tomar Preme Bekul (তোমার প্রেমে ব্যাকুল) Lyrics by Abir Hasan | Bangla Islamic Song 2022
Gojol's Informations
Name of the Gojol - Tomar Preme Bekul
Gojol's Vocalist - Abir Hasan
Gojol's Composer - Saifullah Noor
Gojol's Lyricist - Tanvir Aziz Sakib
Gojol's Release Date - 12 September 2022
Gojol's Published on Holy Tune Youtube Channel
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "তোমার প্রেমে ব্যাকুল" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "তোমার প্রেমে ব্যাকুল" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবির হাসান। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাইফুল্লাহ নূর এবং গজলটির কথা লিখেছেন তানভীর আজিজ সাকিব। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 12 September 2022 -তে প্রকাশিত হয়।
"তোমার প্রেমে ব্যাকুল" গজলের সম্পূর্ণ লিরিক্স
তুমি জানো কিনা জানো না আমি জানি না
তোমায় ছাড়া আমি কিছু বুঝি না
তুমি জানো কিনা জানো না আমি জানি না
তোমায় ছাড়া আমি কিছু বুঝি না।
আমার শহর জুড়ে তোমার ছোঁয়া
লেগে থাকে যেন সুখের হাওয়া
আমার বাগান জুড়ে নবী প্রেমের ফুল
প্রেমের সাগর জুড়ে নেই চেনা আকুল।
ইয়া মুহাম্মদ মুহাম্মদ রাসুল
তোমার প্রেমে হয়েছি বেকুল
তোমার প্রেমে হয়েছি বেকুল।
আমার স্বপনে তাকে মদিনার ছবি
তোমার মোহাব্বতে হতে চাই কবি।
আমার কলমের আছে প্রেমের কালি
তোমার আশাক হয়ে ফুল তুলি
আমার বাগান জুড়ে নবী প্রেমের ফুল
প্রেমের সাগর জুড়ে নেই চেনা আকুল।
ইয়া মুহাম্মদ মুহাম্মদ রাসুল
তোমার প্রেমে হয়েছি বেকুল
তোমার প্রেমে হয়েছি বেকুল।
আমার জবানি তাকে তোমারই দুরুদ
সেই দুরুদে খুশি হয় আমারই মাবুদ
আমার জবানি তাকে তোমারই দুরুদ
সেই দুরুদে খুশি হয় আমারই মাবুদ।
আমার আবেগ জুড়ে আছো তুমি
শাফায়াত পেলে ধন্য হব আমি
আমার বাগান জুড়ে নবী প্রেমের ফুল
প্রেমের সাগর জুড়ে নেই চেনা আকুল।
ইয়া মুহাম্মদ মুহাম্মদ রাসুল
তোমার প্রেমে হয়েছি বেকুল
তোমার প্রেমে হয়েছি বেকুল।
তোমার প্রেমে হয়েছি বেকুল
তোমার প্রেমে হয়েছি বেকুল।
Post a Comment