Hoye Achhi Tor (হয়ে আছি তোর) Lyrics by Mahtim Shakib | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Hoye Achhi Tor
Song's Vocalist - Mahtim Shakib
Song's Composer - Riyadh Anik
Song's Lyricist - Riyadh Anik
Song's Release Date - 05 August 2022
Song's Published on JSE Music Youtube Channel
"হয়ে আছি তোর" গানের সম্পূর্ণ লিরিক্স
যেভাবে তুই চাস
আজ আমার হয়ে যাস
আমি তো কবে থেকেই হয়ে আছি তোর।
যেভাবে তুই চাস
আজ আমার হয়ে যাস
আমি তো কবে থেকেই হয়ে আছি তোর।
যখনই পুড়েছে এই মনেরই শহর
যখনই পুড়েছে এই মনেরই শহর
সেভাবেই টেনে নিস আমাকেও বুঝিস।
তোর মাঝরাত ডুবে নামিয়েছি ভোর
যখনই পুড়েছে এই মনেরই শহর
যখনই পুড়েছে এই মনেরই শহর।
নয়রে সহজ তোকে পাওয়া
খুব কঠিন হয়ে আছে চারিপাশ
আমার ভেতর স্বভাব জুড়ে
এখন শুধু তোরই বসবাস।
কত বেনামি নামে তোর
মন বন্দরে আমি
সাজিয়েছি কত যে প্রহর
যখনই পুড়েছে এই মনেরই শহর
যখনই পুড়েছে এই মনেরই শহর।
সেভাবেই টেনে নিস আমাকেও বুঝিস
তোর মাঝরাত ডুবে নামিয়েছি ভোর
যখনই পুড়েছে এই মনেরই শহর
যখনি পুড়েছে এই মনেরই শহর।
إرسال تعليق