Dube Dube Jai (ডুবে ডুবে যাই) Lyrics by Chamok Hasan | New Song 2022
Song's Informations
Name of the Song - Dube Dube Jai
Song's Vocalist - Chamok Hasan
Song's Composer - Chamok Hasan
Song's Lyricist - Chamok Hasan
Song's Release Date - 06 August 2022
Song's Published on Chamok Hasan Youtube Channel
"ডুবে ডুবে যাই" গানের সম্পূর্ণ লিরিক্স
তোর চোখে লো ডুবে ডুবে যাই
কোন অতলে হারাই
অতলে হারাই রে ডুবে ডুবে যাই।
হাজারও ফুল-বাহারে
আ হা হা আ হা হা
খুঁজে পেলাম যাহারে
আ হা হা আ হা হা
সাজায়ে রাখি তাহারে মনের মণিকোঠায়
আমি এই ফাগুনে তোর আগুনে।
জ্বলে পুড়ে ছাই
তোর চোখে লো ডুবে ডুবে যাই
কোন অতলে হারাই
অতলে হারাই রে ডুবে ডুবে যাই।
দে সখি তোর দুঃখ-ব্যথা
জ্বলিস নে একাকী
বিছায়ে দে তোর পরান সুখের
নকশিকাঁথা আঁকি।
এমনি করে লক্ষ রাত্রি
দোকলা জেগে থাকি লো
দোকলা জেগে থাকি।
তোর লাজে রাঙা হাসি রে
আ হা হা আ হা হা
প্রেম যমুনায় ভাসি রে
আ হা হা আ হা হা
তোর লাজে রাঙা হাসি রে
প্রেম যমুনায় ভাসি রে।
ফিরে ফিরে আসি রে কীসের নেশায়
আজ কোন মহুয়ায় মাতাল এ মন
নাই রে জানা নাই।
তোর চোখে লো ডুবে ডুবে যাই
কোন অতলে হারাই
অতলে হারাই রে ডুবে ডুবে যাই।
অতলে হারাই ডুবে ডুবে যাই ...
إرسال تعليق