Hariye Tomate (হারিয়ে তোমাতে) Lyrics by Mahtim Shakib | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Hariye Tomate
Song's Vocalist - Mahtim Shakib
Song's Composer - Emon Chowdhury
Song's Lyricist - Mahtim Shakib
Song's Release Date - 11 July 2022
Song's Published on Gaanchill Music Youtube Channel
"হারিয়ে তোমাতে" গানের সম্পূর্ণ লিরিক্স
হারিয়ে তোমাতে
আজ নিজেকে মুক্ত করে
নিজেকে সব বাস্তবতার নিয়ম থেকে।
হয়েছি তোমার মাঝ রাতে পূর্ণিমাতে
আমার বুকের ঢেউ নির্ঘুম জেগে থাকা
তোমায় ভেবে শুরু ভালোবাসার।
ক্লান্ত বিকেলে কফির কাপে চুমুকে
ডুবলো তোমায় পাওয়ার প্রার্থণা।
হারিয়ে তোমাতে
আজ নিজেকে মুক্ত করে
নিজেকে সব বাস্তবতার নিয়ম থেকে
হয়েছি তোমার।
ভোরের প্রথম মিষ্টি হাওয়ায়
চোখ বুজে মন তোমাকে পাই
ভোরের প্রথম মিষ্টি হাওয়ায়
চোখ বুজে মন তোমাকে পাই।
নির্ঘুম রাতে ক্লান্তিটুকু যে
তোমাতে লুকায় স্বর্গ
তোমার চোখে জড়িয়ে রাখে আমাকে
পেয়েছি আজ নিজেকে ভালোবাসায়।
হারিয়ে তোমাতে
আজ নিজেকে মুক্ত করে
নিজেকে সব বাস্তবতার নিয়ম থেকে।
হয়েছি তোমার
মাঝ রাতের পূর্ণিমাতে
আমার বুকের ঢেউ নির্ঘুম জেগে থাকা
তোমায় ভেবে শুরু ভালোবাসার।
Post a Comment