Barir Pashe Modhumoti (বাড়ির পাশে মধুমতি) Lyrics by Fazlur Rahman Babu | Bangla New Song
Song's Informations
Name of the Song - Barir Pashe Modhumoti
Song's Vocalist - Fazlur Rahman Babu
Song's Composer - Emon Shaha
Song's Lyricist - Ahmed Risvy
Song's Release Date - 10 September 2018
Song's Published on Laser Vision Youtube Channel
"বাড়ির পাশে মধুমতি" গানের সম্পূর্ণ লিরিক্স
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয় রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয় রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
ভাদ্র মাসের আকাশ আমার
সাদা মেঘের বেলা
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা।
ভাদ্র মাসের আকাশ আমার
সাদা মেঘের বেলা
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা।
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউ রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউ রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতী।
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা।
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা
বন্ধু বিনে আমার জীবন
প্রান থাকিতেও মরা।
সব কথা কি যাইরে বলা
আমি ভালো নাইরে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
সব কথা কি যাইরে বলা
আমি ভালো নাইরে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
বাড়ির পাশে মধুমতী
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে।
Post a Comment