Ads:

প্রিয় নবিজীর অবমাননার প্রতিবাদে গজল Sobar Prio Rasul (সবার প্রিয় রাসূল) Gojol Lyrics by  Sayed Ahmad & Others

গজলের নাম - সবার প্রিয় রাসূল
কন্ঠশিল্পী - সাঈদ আহমদ প্রমুখ
সুরকার - সাঈদ আহমদ
গীতিকার - মহিম মাহফুজ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "সবার প্রিয় রাসূল" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মূলত প্রিয় নবিজী হযরত মুহাম্মদ (সাঃ) অবমাননার প্রতিবাদে গজল। "সবার প্রিয় রাসূল" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ প্রমুখ। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সাঈদ আহমদ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 16 June 2022 -তে প্রকাশিত হয়।


"সবার প্রিয় রাসূল" গজলটির সম্পূর্ণ লিরিক্স

এ হৃদয় কাতর ব্যাথায়
বুক ভেঙ্গে যায় রাসুল রাসুল
এ চোখে ফোঁটায় ফোঁটায়
কান্না ঝড়ায় রাসুল রাসুল।

এ হৃদয় কাতর ব্যাথায়
বুক ভেঙ্গে যায় রাসুল রাসুল
এ চোখে ফোঁটায় ফোঁটায়
কান্না ঝড়ায় রাসুল রাসুল।

জমিনের যেথায় তোমার মানহানি হয়
রাসুল রাসুল
সেখানেই তোমার প্রেমের মিনার বানাই
রাসুল রাসুল। 

রক্তের কণায় কণায় বজ্র নিনাদ
রাসুল রাসুল
শরীরের শিরায় শিরায় জিহাদ জাগায়
রাসুল রাসুল।

প্রতি শ্বাস-প্রশ্বাসে গায় আমার হৃদয়
রাসুল রাসুল
কোটি বার নামে তোমার মৃত্যু কবুল
রাসুল রাসুল।

রাসুল রাসুল রাসুল রাসুল
রাসুল রাসুল রাসুল
আমার প্রিয় রাসুল
সবার প্রিয় রাসুল।

এ আকাশ সূর্য তারা পাগল পাড়া
রাসুল রাসুল
এ জমিন পাহাড় সাগর বাঁধন হারা
রাসুল রাসুল।

এ ভূবন নিখিল জাহান অশান্ত প্রান
রাসুল রাসুল
এ জীবন তুচ্ছ ভীষণ খোদার কসম
রাসুল রাসুল।

ধনী আর দরিদ্র নই শিনায় শিনায়
রাসুল রাসুল
শাসিত কিংবা শাসক সবার ঈমান
রাসুল রাসুল।

জড় জীব ফেরেস্তা জীন সৃষ্টি জাহান
রাসুল রাসুল
প্রতিচি প্রাচ্চ হতে ঐ শোনা যায়
রাসুল রাসুল।

রাসুল রাসুল রাসুল রাসুল
রাসুল রাসুল রাসুল
আমার প্রিয় রাসুল
সবার প্রিয় রাসুল।

এশিয়া ইউরোপ হয়ে আফ্রিকাতেও
রাসুল রাসুল
পৃথিবীর সব জনপদ করবো আবাদ
রাসুল রাসুল।

যেখানেই প্রাণের আওয়াজ সেখান থেকেই
রাসুল রাসুল
খন্দক, ওহুদ, বদর ডাকছে আবার
রাসুল রাসুল।

এ দেহে এক ফোঁটা জান থাকবে যখন
রাসুল রাসুল
মানিনা মানহানি আর তোমার নামের
রাসুল রাসুল।

দেবো না একটুও ছাড় কসম খোদার
রাসুল রাসুল
তাগদের পতন হবে সন্দেহ নেই
রাসুল রাসুল।

রাসুল রাসুল রাসুল রাসুল
রাসুল রাসুল রাসুল
আমার প্রিয় রাসুল
সবার প্রিয় রাসুল।

রাসুল রাসুল রাসুল রাসুল
রাসুল রাসুল রাসুল
আমার প্রিয় রাসুল
সবার প্রিয় রাসুল।

আমার প্রিয় রাসুল 
সবার প্রিয় রাসুল।

Post a Comment

أحدث أقدم