Bhul Koreche Bhul (ভুল করেছে ভুল) by Mahtim Shakib & Madhubanti Bagchi || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Bhul Koreche Bhul
Song's Vocalist - Mahtim Shakib & Madhubanti Bagchi
Song's Composer - Prasen & Mainak
Song's Lyricist - Prasen
Song's Release Date - 15 June 2022
Song's Published on SVF Music Youtube Channel
This song is a song of Bengali Movie
Name of the Movie - Kuler Achaar || কুলের আচার
Starring - Madhumita Sarcar, Vikram Chatterjee, Indranil Haldar & Neel Mukherjee
Director - Sudeep Das
Release Date - 3 June 2022
Country - India
"ভুল করেছে ভুল" গানটির সম্পূর্ণ লিরিক্স
ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
আমি পদ্ম পাতার জল
তুমি নাম না জানা ফুল
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
তোমার কাছে হয়তো এসব
নিছক খেলাঘর
তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর।
তোমার কাছে হয়তো এসব
নিছক খেলাঘর
তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর।
তুমি পদ্ম পাতার জল
আমি নাম না জানা ফুল
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
إرسال تعليق