Ads:

গজলের নাম - সফর
কন্ঠশিল্পী - আবু রায়হান
সুরকার - আহমদ আবদুল্লাহ
গীতিকার - আহমদ আবদুল্লাহ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "সফর" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "সফর" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমদ আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Abu Rayhan -এ 17 October 2019 -তে প্রকাশিত হয়।


"সফর" গজলটির সম্পূর্ণ লিরিক্স

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সফর সফর শহর শহর রোজানা রোজানা
সময় কখন কোথায় দাড়ায় অজানা অজানা
জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে
আর চলে আসমান
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে
খুঁজে পাই মেহেরবান।

সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার
সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার।

সবুজে হৃদয় কভু করেছি সজীব
কভু কিছু হারিয়ে চিনেছি জীবন
হাজার চোখে চোখ রেখে দেখেছি
জীবনে সাদা কালো কতো আয়োজন
জনম জনম কদম কদম 
এই চলা থামবে না
মুঠোয় ভরে কুড়াই কিছু 
হয়তোবা কিছু না।

জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে
আর চলে আসমান
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে
যাকে পাই মেহেরবান।

সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার
সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার।

মলাটা আঁকা কিবা কাগজে ফুলে
চুপিসারে করেছি জীবনের তালা
সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি
আসলে জীবন মানে নেই কিছু ফাছ।

পাওয়ার প্রয়স প্রাণের আভাস 
ছলনা হা ছলনা
মায়ার বাধন স্বরিদ স্বজন 
ঠিকানা রবে না
জীবনের অবারিত খোলা পথে একা চলি
আর চলে আসমান
আসমানী রঙে ডুবে অনুরাগে অনুভবে
সাথী পাই মেহেরবান।

সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার
সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার
সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার।

Post a Comment

Previous Post Next Post