Ads:

গজলের নাম - আসসালাম হাবিবি
কন্ঠশিল্পী - আবু রায়হান ও আরিফ আরিয়ান
সুরকার - এইচ আহমেদ
গীতিকার - জুবায়ের সিফাত

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আসসালাম হাবিবি" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "আসসালাম হাবিবি" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান ও আরিফ আরিয়ান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন এইচ আহমেদ। গজলটি ইউটিউব চ্যানেল Abu Rayhan -এ 26 December 2021 -তে প্রকাশিত হয়।


"আসসালাম হাবিবি" গজলটির সম্পূর্ণ লিরিক্স


এই মন খোজে তোমাকে

দেখা দিবে আমাকে

তোমায় দেখতে আজো কাঁদে দুই নয়ন।


এসো তুমি স্বপ্নে 

দেখা দিও গোপনে

তোমায় পেতে আজো খুলি বাতায়োন।


দিদারে ধন্য করো নবীয়ে আকরাম

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম 

আসসালাম হাবিবি আসসালাম।


নীখিল ভুবনে বইছে তোমার প্রেম

তাই এ মনে এঁকেছি প্রেমেরি ফ্রেম

নীখিল ভুবনে বইছে তোমার প্রেম

তাই এ মনে এঁকেছি প্রেমেরি ফ্রেম।


প্রেমিক মম ঘুমের ঘোরে দেখা দিও

হাশর মাঠেও শাফায়াতে মোরে নিও

তোমাকে পেলে পাবো বিশ্ব তামাম।


দিদারে ধন্য করো নবীয়ে আকরাম

আসসালাম হাবিবি আসসালাম

আসসালাম হাবিবি আসসালাম

আসসালাম হাবিবি আসসালাম

আসসালাম হাবিবি আসসালাম।


তব নামে গাইছি নাতের যপমালা

কাউছার পিলায়ে ঘোচ হ্রদয়ও জালা

তব নামে গাইছি নাতের যপমালা

কাউছার পিলায়ে ঘোচ হ্রদয়ও জালা।


তুমি আঁধার কেটে ছিলে এই ধরায়

আবার এসো সাজাতে ধরা বিশ্বময়

তোমার পথেই মেলে প্রভুর কারাম।


দিদারে ধন্য করো নবীয়ে আকরাম

আসসালাম হাবিবি আসসালাম

আসসালাম হাবিবি আসসালাম

আসসালাম হাবিবি আসসালাম

আসসালাম হাবিবি আসসালাম।

Post a Comment

Previous Post Next Post