Ads:

 

Khotiyan Lyrics (খতিয়ান) Metrolife Band




Mehedi Hasan Ayon sings the Bengali song "Khotiyan" with lyrics. Bengali poet Rudra Mohammad Shahidullah wrote the lyrics to the Metrolife Band album Diprohor and Khotian. Metrolife Band composed the tune. Eshan Dhrubo mixed and mastered the song. Moreover, Mehedi Hasan Ayon created the typography, artwork, and video concept. by Kazi Wahid, editor.



Khotiyan Song Lyrics In Bengali :
হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণেঅথচ আমার শস্যের মাঠ ভরা,রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনেআলোতে ভাসায় রাতের বসুন্ধরা।টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘামধস্ত তখন মগজের মাস্তুল,নাবিকেরা ভোলে নিজেদের ডাক নামচোখ জুড়ে ফোটে রক্তজবার ফুল।
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমেঅথচ আমার ব্যাপক বিরহভূমি,ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমেঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।
ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরেউড়াও নীরবে নিভৃত রুমালখানা,পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরেআমারি কেবল থাকবে না পথ জানা।
টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলোচোখের কোণায় জমা একফোঁটা জল,কার্পাস ফেটে বাতাসে ভাসবে তুলোথাকবেনা শুধু নিবেদিত তরুতল।
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমেঅথচ আমার ব্যাপক বিরহ-ভূমি,ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমেঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।
জাগবে না বনভূমির সিথানে চাঁদবালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া,পড়বে না মনে অমীমাংসিত ফাঁদঅবিকল রবে রয়েছে যেমন শোয়া।
হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমেঅথচ আমার ব্যাপক বিরহভূমি,ছুটে যেতে চাই পথ যায় পায়ে থেমেঢেকে দাও চোখ আঙ্গুলের নখে তুমি।

খতিয়ান বাংলা কবিতা লিরিক্স – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ :Haat baralei mutho bhore jaay reen eOthocho amar shossher maath bhoraRoddur khuje paina kokhono dineAalote bhasay raater bosundhoraToka dile jhore pocha anguler ghaamDhosto tokhon mogojer mastulNabikera bhole nijeder daak naamChokh jure fotey roktojobar phul
Haat baralei mutho bhore jaay premeOthocho amar byapok birohobhumiChute jete chai poth jaay paaye themeDheke dao chokh anguler nokhe tumi
Deke otho jodi smritiveja mlan swareUrao nirobe nibhrito rumalkhanaPakhira firbe poth chine chine ghoreAmari kebol thakbena poth jana
Toka dile jhore porbe purono dhuloChokher konay joma ekfota jolKarpas fete batase bhasbe tuloThakbena shudhu nibedito torutol
Jagbe na bonobhumir sithane chandBalir shorire sofed fenar chowaPorbe na mone omimangshito fandObikol robe royeche jemon shoya


Post a Comment

Previous Post Next Post