Ads:

Lal Shari (লাল শাড়ি) Lyrics by Kishore and Konal | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Lal Shari
Song's Vocalist - Kishore and Konal
Song's Composer - Emon shaha
Song's Lyricist - Bandhan Biswas
Song's Release Date - 19 June 2023
Song's Published on Tiger Media Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "লাল শাড়ি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "লাল শাড়ি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী কিশোর ও কোনাল। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমন সাহা এবং গানটির কথা লিখেছেন বাঁধন বিশ্বাস। গানটি ইউটিউব চ্যানেল Tiger Media -তে 19 June 2023 -তে প্রকাশিত হয়।


"লাল শাড়ি" গানের সম্পূর্ণ লিরিক্স

লাল শাড়ি জড়াইয়া
ঘোমটা পরাইয়া
নিমু আমার বাড়ি
আলতা রাঙা পায়ে রে তুই
রাঙ্গাবি বসত বাড়ি।

লাল শাড়ি জড়াইয়া
ঘোমটা মাথায় পরাইয়া
তোর ঘরের ঘরনী হইয়া
যামু শ্বশুর বাড়ি।

মন্দ ভালো সবিতে
হবো রে তোর সাথি
ওপারে বাঁধবো রে ঘর
তোরই সাথে আমি।

মন্দ ভালো সবিতে
হবো রে তোর সাথি
ওপারে বাঁধবো রে ঘর
তোরই সাথে আমি।

রঙের দিনে রং মাখাবো
ভিজবো বাদল দিনে...
নয়নে নয়ন হবি
রাখবো এই পরানে।

সুখ হবি দুঃখ হবি
আলো আঁধার সবই
তুই বিহনে জীবন আমার
শূন্য হবে নিরবধি।

সুখ হবি দুঃখ হবি
আলো আঁধার সবই
তুই বিহনে জীবন আমার
শূন্য হবে নিরবধি।

করে নেবো ভাগাভাগি
যত কষ্টেরও নদী
অশ্রুতেও রাখবো বেঁধে
করে জীবন স্বাধিন।

ছাড়বো না রাখবো বেঁধে
আমার এই বুকে
দুখের অনলে পুড়ে পুড়ে
আমার সুখ হবি।

লাল শাড়ি জড়াইয়া
ঘোমটা মাথায় পরাইয়া
তোর ঘরের ঘরনী হইয়া
যামু শ্বশুর বাড়ি।

মন্দ ভালো সবিতে
হবো রে তোর সাথি
ওপারে বাঁধবো রে ঘর
তোরই সাথে আমি।

2 Comments

Post a Comment

Previous Post Next Post