Ads:

Dewana (দিওয়ানা) Lyrics by Murshidabadi, Tasfia Fatima, Shuchona Shely, Ripon Kumar Sarkar, Sunidhi Nayak, Rubayat Rehman And Jannatul Firdous Akbar | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Dewana
Song's Vocalist - Murshidabadi, Tasfia Fatima, Shuchona Shely, Ripon Kumar Sarkar, Sunidhi Nayak, Rubayat Rehman And Jannatul Firdous Akbar
Song's Composer - Gani Pagol
Song's Lyricist - Gani Pagol
Song's Release Date - June 24, 2023
Song's Published on Coke Studio Bangla Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দিওয়ানা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দিওয়ানা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী মুর্শিদাবাদী, তাসফিয়া ফাতিমা, শুচনা শেলী, রিপন কুমার সরকার, সুনিধি নায়ক, রুবায়ত রেহমান এবং জান্নাতুল ফিরদৌস আকবর। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন গণি পাগল এবং গানটির কথা লিখেছেন গণি পাগল। গানটি ইউটিউব চ্যানেল Coke Studio Bangla -তে June 24, 2023 -তে প্রকাশিত হয়।


"দিওয়ানা" গানের সম্পূর্ণ লিরিক্স

আশেকজন দিওয়ানা মরনের ভয় রাখে না
মরনের আগে মরে ও রসিকতা জানে না
সৃষ্টি হতে আদম ছবি ভবের এ যত নবী
সৃষ্টি হতে আদম ছবি ভবের এ যত নবী।

তারাই ছিল আসল পাগল
তারাই ছিল প্রেমের পাগল
আশেক দিওানা।

আশেকজন দিওয়ানা মরনের ভয় রাখে না
মরনের আগে মরে ও রসিকতা জানে না
আল্লাহ নবী প্রেম করিয়া ভবে আছে লুকাইয়া।

আল্লাহ নবী প্রেম করিয়া ভবে আছে লুকাইয়া
তারাই ছিল আসল পাগল
তারাই ছিল প্রেমের পাগল
আশেক দিওানা রে।

আশেকজন দিওয়ানা মরনের ভয় রাখে না
মরনের আগে মরে ও রসিকতা জানে না
কোথা সে আশিক বন্ধু কোথা সে সখা।

না পাইলাম ঠিকানা তার না পাইলাম দেখা
কোন সে আশিক দেওয়ানা
দুনিয়া আজব কারখানা।

এ মনের মহর গুইনা গুইনা
পইড়া থাকি একা
কে জানে কোথাকার রাস্তা রাস্তা জানি না
তবু তার তালাশে হাফতা হাফতা যায়।

খুজে কি নেবে সে
ঝিলমিল চোখের আঙ্গিনায়
ভরসায় দুটি চোখ আসমানী সাজায়।

পাবে কি পাবে কি জিয়া সে আশিকি
পাবে কি তাতে ভালোবাসা
যাবে কি যাবে কি নাও এ তাল বা ঢেঁকি
ভেবে রুপসিনি ধর ভাসায়।

কে জানে কোথাকার রাস্তা রাস্তা জানি না
তবু তার তালাশে হাফতা হাফতা যায়
খুজে ঠিক নেবে সে
ঝিলমিল চোখের আঙ্গিনায়
ভরসায় দুটি চোখ আসমানী সাজায়।

মওলা রে মওলা মওলা রে মওলা
গা গা রে গা রে সা
নি নি সা নি ধা মা।

সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা
মা গা মা গা রে গা মা পা
নি নি সা নি সা।

চাঁদ বদন কয় আশেক হইয়া রে
চাঁদ বদন কয় আশেক হইয়া
দিল রওশন লউ খুজাইয়া
চাঁদ বদন কয় আশেক হইয়া।

দিল রওশনে লউ খুজাইয়া
গনী কয় এসে ভবে
গনী কয় এসে ভবে।

মানুষ মুর্শিদ বুঝলাম না
আশেকজন দিওয়ানা মরনের ভয় রাখে না
মরনের আগে মরে ও রসিকতা জানে না।

Post a Comment

Previous Post Next Post