O Batash (ও বাতাস) Lyrics by Mahtim Shakib and Konal | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - O Batash
Song's Vocalist - Mahtim Shakib and Konal
Song's Composer - Nazir Mahmud
Song's Lyricist - Ahmed Risvy
Song's Release Date - 25 May 2023
Song's Published on Sultan Entertainment Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Pothe Holo Porichoy
Starring - Apurba and Tanjim Saiyara Totini
Director - Jakaria Showkhin
Release Date - 2023
Language - Bengali
Country - Bangladesh
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ও বাতাস" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ও বাতাস" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী মাহতিম সাকিব ও কোনাল। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন নাজির মাহমুদ এবং গানটির কথা লিখেছেন আহমেদ রিসভী। গানটি ইউটিউব চ্যানেল Sultan Entertainment -তে 25 May 2023 -তে প্রকাশিত হয়।
"ও বাতাস" গানের সম্পূর্ণ লিরিক্স
একটা মানুষ কাছে ছিল
একটা মানুষ দূরে
আমার যত কথা ছিল
বলতে যে চাই তারে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ভোলেনা আমারে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ভোলেনা আমারে।
সে কি আমায় ভাবে আমার মতো করে
সে কি আমায় খোঁজে তার প্রিয় প্রহরে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ভোলেনা আমারে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ভোলেনা আমারে।
সে কি নীরবতায় আমার প্রেমে ডুবে রয়
সে কি মনে রাখে পথে হলো পরিচয়।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ভোলেনা আমারে।
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ও বাতাস তুমি বলে দিও তারে
সে যেন আমারই থাকে ভোলেনা আমারে
ভোলেনা আমারে।
Post a Comment