Mon Re (মন রে) Lyrics by Rahul Dutta | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Mon Re
Song's Vocalist - Rahul Dutta
Song's Composer - Barenya Saha
Song's Lyricist - Somraj Das
Song's Release Date - 13 March 2023
Song's Published on Zee Music Bangla Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "মন রে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "মন রে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রাহুল দত্ত। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন বরেণ্য সাহা এবং গানটির কথা লিখেছেন সোমরাজ দাস। গানটি ইউটিউব চ্যানেল Zee Music Bangla -তে 13 March 2023 -তে প্রকাশিত হয়।
"মন রে" গানের সম্পূর্ণ লিরিক্স
লাজুক সে পলকে আমায়
বেঁধেছে মনেরই পাড়ায়
খুশির সোহাগে ভারী...
খুশির সোহাগে ভারী
ইচ্ছের উজান তরী
শূন্য দু'হাতে ধরি
আহ্লাদে আবদারী
জানিনা পাবো যে কোথায়?
মন শুধু তাঁকে খুঁজে যায়
মনের মানুষ সে কোথায়?
আলতা নুপুর সাজে।
জলরঙা স্মৃতিতে
তোমাকে পাবো কবে
এই রূপকথাতে
মন শুধু তাকে খুঁজে যায়...
ওরে মন রে মন রে
পাবো যে কবে তোকে?
আগল দিয়েছি বুকে মন রে।
দখিন বাতাস আসে
এ মন দরিয়ায়
আঁধারের সাঁঝবাতি
জোনাকির সাহারায়।
কাছে এসে ধরা দিলে
কোনোদিনও সে আমায়
ভালোবাসি তোকে খুব
সে আমার না পাওয়া।
বেবাগী হৃদয় আঙিনায়
উদাসী কোনো হিমেল হাওয়ায়
তার নরম আঙুল সুখের আদর মাখায়...
ওরে মন রে মন রে
পাবো যে কবে তোকে?
আগল দিয়েছি বুকে মন রে।
إرسال تعليق