Megher Nouka (মেঘের নৌকা) Lyrics by Imran Mahmudul And Konal | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Megher Nouka
Song's Vocalist - Imran Mahmudul And Konal
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Asif Iqbal
Song's Release Date - 27 February 2023
Song's Published on Bongo BD Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "মেঘের নৌকা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "মেঘের নৌকা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও কোনাল। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমরান মাহমুদুল এবং গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটি ইউটিউব চ্যানেল Bongo BD -তে 27 February 2023 -তে প্রকাশিত হয়।
"মেঘের নৌকা" গানের সম্পূর্ণ লিরিক্স
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে।
অরণ্যের পাখি তুমি
তোমায় জুড়াবো ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে।
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে।p
যতক্ষণ তুমি আমি
ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি
আমি হই রোদে মেঘে
ভেসে যাওয়া ডানা মেলা পাখি।
মনে হয় তোমায় নিয়ে
জলে ধনুভবে রংধনু আঁকি...
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে।
দূর পথে তুমি আমি
পায়ে পায়ে হাত ধরে চলে
ভালো লাগা অনুভবে
না বলা কথাগুলো বলে।
মন চায় আকাশ হতে
কিছু নিল নিয়ে এসে সাজাই আঁচলে।
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে।
অরণ্যের পাখি তুমি
তোমায় জুড়াবো ছায়াতে
হিমালয় শিখর তুমি আমার
আনন্দ তোমায় ছোঁয়াতে।
মেঘের নৌকা তুমি
তোমায় ভাসাবো আকাশে
সাগরের শঙ্খ তুমি
তোমায় বাজাবো বাতাসে।
ওও...
তোমায় বাজাব বাতাসে।
Post a Comment