Ads:

Biprotip (বিপ্রতীপ) Lyrics by George Lincoln D'Costa | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Biprotip
Song's Vocalist - George Lincoln D'Costa
Song's Composer - Artcell Band
Song's Lyricist - Ishtiak Islam Khan And Saef Al Nazi
Song's Release Date - 09 March 2023
Song's Published on G Series Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "বিপ্রতীপ" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "বিপ্রতীপ" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী জর্জ লিংকন ডি'কস্তা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আর্টসেল ব্যান্ড এবং গানটির কথা লিখেছেন ইশতিয়াক ইসলাম খান এবং সাইফ আল নাজি। গানটি ইউটিউব চ্যানেল G Series Music -তে 09 March 2023 -তে প্রকাশিত হয়।


"বিপ্রতীপ" গানের সম্পূর্ণ লিরিক্স

শত ব্যথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিঃশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মত
ঘনিয়ে আসে
বিগত জীবনের মত।

ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর?
প্রেরণারা জীবনের ভিড়ে
ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফিরে।

তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে।

নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই।

কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি।

একাকী সরে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনদিন আসবে
শিশির ভেজা ঘাসে।

তোমার স্মৃতির ছায়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়।

রোদ ফিকে হয়ে যায়
মিথ্যে মনে হয় সব পারাপার
বোকা রাত জেগে রয়
ঠিক ভুল মনে হয় আবার।

স্মৃতি একা পড়ে রয়
মনের স্তব্ধতার এই আভায়
আলো জ্বলে নিভে যায়
বোকা সময় কোন ধাঁধায়।

আজও হাঁটি সে পথে
মানুষের ভিড়ে তোমারই খোঁজে
বিষন্ন খাতায়
ছেঁড়া মলাটে মোড়ানো
ভালোবাসার ভাঁজে।

তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভিড়বো না এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে।

নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই।

হেঁটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়
অজানায়...

Post a Comment

أحدث أقدم