Tomar Baire (তোমার বাইরে) Lyrics by Asif Akbar | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Tomar Baire
Song's Vocalist - Asif Akbar
Song's Composer - Pallab Sanyal
Song's Lyricist - Rajiv Ahmed
Song's Release Date - 06 February 2023
Song's Published on ARB Entertainment Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তোমার বাইরে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তোমার বাইরে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আসিফ আকবর। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন পল্লব সান্যাল এবং গানটির কথা লিখেছেন রাজীব আহমেদ। গানটি ইউটিউব চ্যানেল ARB Entertainment -তে 06 February 2023 -তে প্রকাশিত হয়।
"তোমার বাইরে" গানের সম্পূর্ণ লিরিক্স
তোমার বাইরে আমার কোনো স্বপ্ন নেই
তোমার বাইরে আমার কোনো ইচ্ছে নেই
তোমার বাইরে প্রথম দ্বিতীয় তৃতীয় নেই
তোমার বাইরে শেষ বলেও কিছু নেই।
গান নেই কবিতা নেই
এমন কোনো কথা নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
হাতের মুঠোয় শক্তি নেই
খোলা আকাশ মুক্তি নেই
চিঠি লেখার মানুষ নেই
কোথাও যাবো গন্তব্য নেই...
তোমার বাইরে আমার কোনো আমি নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
পেছন থেকে ডাক নেই
ভালোবাসায় ভাগ নেই
দেহের কোথাও বয়স নেই
ক্লান্ত হবার সাহস নেই...
তোমার বাইরে আমার কোনো বিশ্ব নেই।
তোমার বাইরে আমার কোনো স্বপ্ন নেই
তোমার বাইরে আমার কোনো ইচ্ছে নেই
তোমার বাইরে প্রথম দ্বিতীয় তৃতীয় নেই
তোমার বাইরে শেষ বলেও কিছু নেই।
গান নেই কবিতা নেই
এমন কোনো কথা নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই
তোমার বাইরে আমার কোনো কষ্ট নেই।
Post a Comment