Jodi Pawa Jeto (যদি পাওয়া যেতো) Lyrics by Durnibar Saha | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Jodi Pawa Jeto
Song's Vocalist - Durnibar Saha
Song's Composer - Soumya Rit
Song's Lyricist - Soumya Rit
Song's Release Date - 31 January 2023
Song's Published on Saregama Bengali Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "যদি পাওয়া যেতো" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "যদি পাওয়া যেতো" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী দুর্নিবার সাহা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন সৌম্য রিত এবং গানটির কথা লিখেছেন সৌম্য রিত। গানটি ইউটিউব চ্যানেল Saregama Bengali -এ 31 January 2023 -তে প্রকাশিত হয়।
"যদি পাওয়া যেতো" গানের সম্পূর্ণ লিরিক্স
যদি পাওয়া যেত কাউকে তোর মতো
তোকেই খবর দিতাম
যদি মাপা যেত ভালোবাসা
হিসেব কষে নিতাম।
কে আসলে কার মন ভাঙবার উপযোগী
ঘুম ভাঙা রগড়ানো ঝাপসা দু'চোখ
স্পষ্ট কিছু যায়নি দেখা।
স্বপ্ন ভাঙলে পরে যতদূর চোখ যায়
নিজেকে পাই যে একা।
যদি ভেজা যেত একসাথে
কিছুটা বৃষ্টি কিনে নিতাম
যদি ধরা যেত সব মুহূর্ত
কিছুটা তোকে রেখে দিতাম।
কে আসলে কার মন ভাঙবার উপযোগী...
শহরের ভিড় আজও খুঁজে ফেরে আমাদের
একসাথে যায়নি দেখা
দুজনেই ইতিহাস মুছতে ব্যস্ত তবু
গ্যালারিতে জমিয়ে রাখা।
যদি পাওয়া যেত কাউকে তোর মতো
তোকেই খবর দিতাম
যদি মাপা যেত ভালোবাসা
হিসেব কষে নিতাম।
কে আসলে কার মন ভাঙবার উপযোগী...
Post a Comment