Duniyaa (দুনিয়া) Lyrics by Ishan Mitra, Subhankar Dey And Hansika Pareek | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Duniyaa
Song's Vocalist - Ishan Mitra, Subhankar Dey And Hansika Pareek
Song's Composer - Aamlaann Chakraabarty
Song's Lyricist - Prasen And Aamlaann Chakraabarty
Song's Release Date - 26 January 2023
Song's Published on Sony Music India Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দুনিয়া" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দুনিয়া" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ঈশান মিত্র, শুভঙ্কর দে এবং হানসিকা পারেক। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন অম্লান চক্রবর্তী এবং গানটির কথা লিখেছেন প্রসেন এবং অম্লান চক্রবর্তী। গানটি ইউটিউব চ্যানেল Sony Music India -এ 26 January 2023 -তে প্রকাশিত হয়।
"দুনিয়া" গানের সম্পূর্ণ লিরিক্স
দুনিয়া রে দুনিয়া রে
তু মেরি দুনিয়া
দুনিয়া রে দুনিয়া রে
তু মেরি দুনিয়া।
তুহি হে ইয়ারা তু হে দিলদারা
তুহি হে মেরা
কেহতে হে জিসে ইয়ে চান্দ সীতারে
তুহি হে মেরা।
আপনে রঙ্গ সে ক্যাইসে ভি ভরদে মুঝে
দিলমে বাস্ এক ছোটাসা ঘরদে মুঝে।
তৈনু ইশ্কদি বারি বারি লাগয়াসী হুর পরি
হোগায়া মে মালঙ্গ
আজ পেহেলি বারি আজা তেরি হুস্নাদি রানী মেরি
উড়গায়া দিল পতঙ্গ।
দুনিয়া রে দুনিয়া রে
তু মেরি দুনিয়া
দুনিয়া রে দুনিয়া রে
তু মেরি দুনিয়া।
কাজলের আঁচলের কারণ হয়ে যা
আমার তুই জীবন আর মরণ হয়ে যা।
আমি কেন রে আমার করে
তোকে চাই বারে বারে
সেকি রে আমার দোষ?
আমি আগুনে বা ছাই-পাশে
তোকে পাই আশেপাশে
সেকি রে আমার দোষ?
দুনিয়া রে দুনিয়া রে
তু মেরি দুনিয়া
দুনিয়া রে দুনিয়া রে
তু মেরি দুনিয়া।
إرسال تعليق