Shoroter Shesh Thekey (শরতের শেষ থেকে) Lyrics by Pritom Hasan | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Shoroter Shesh Thekey
Song's Vocalist - Pritom Hasan
Song's Composer - Pritom Hasan
Song's Lyricist - Inamul Tahsin
Song's Release Date - 02 June 2022
Song's Published on Pritom Hasan Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "শরতের শেষ থেকে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "শরতের শেষ থেকে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী প্রীতম হাসান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন প্রীতম হাসান এবং গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন। গানটি ইউটিউব চ্যানেল Pritom Hasan -এ 02 June 2022 -তে প্রকাশিত হয়।
"শরতের শেষ থেকে" গানের সম্পূর্ণ লিরিক্স
গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার।
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে।
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে।
যে রাতে
তোমার দু'চোখ ঘুমহীন আবার
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার।
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে
আর গল্প শোনাবে তোমার আমার।
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে।
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে।
শরতের শেষ থেকে...
শরতের শেষ থেকে...
إرسال تعليق