Ads:

Shada Ghora (সাদা ঘোড়া) Lyrics by Johan Alamgir | New Bengali Song 2022

Song's Informations
Name of the Song - Shada Ghora
Song's Vocalist - Johan Alamgir
Song's Composer - Subconscious Band
Song's Lyricist - Muhammad Nafisur Rahman
Song's Release Date - 28 October 2022
Song's Published on Subconscious Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "সাদা ঘোড়া" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "সাদা ঘোড়া" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী জোহান আলমগীর। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন Subconscious Band এবং গানটির কথা লিখেছেন মুহাম্মদ নাফিসুর রহমান। গানটি ইউটিউব চ্যানেল Subconscious -এ 28 October 2022 -তে প্রকাশিত হয়।


"সাদা ঘোড়া" গানের সম্পূর্ণ লিরিক্স

যদি সাদা ঘোড়া ডানা দু'টি মেলে রয়
একটু আলো ছায়া মোহ মায়া বোধদয়
স্বপ্ন আকাশ ধূসর ক্যানভাসে
এলোমেলো অগোছালো খুঁজে তোমায়।

কখনো আমি শুন্য নীলে যাই
তখনো আবছা অন্ধকারে তাই
যখনি নীহারিকা হও কী তুমি
পেয়ে আলোতে হারাই।

আমি হারিয়ে উড়ে যাই
চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায়
ভিনগ্রহে নিরুপায়।

যদি হীরামন মনটা দুঃখী করে রয়
(মনটা দুঃখী করে রয়)
কার অরণ্য মনে অভিমানী অভিনয়
ময়ূরকণ্ঠী নীল আকাশে (নীল আকাশে)
কাজল চোখের ভাষা মিশে জোছনায়।

আবারো পড়েছি প্রেমে সেধে গেছি হায়
তোমাকে ইমনের কোনো অক্টেভে সাজাই
অচেনা বুনো পাহাড়ি ফুল কী তুমি
রোদের আদরে হারাই।

আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়..

ও ওহো ও!

আমি মেঘদলে মহাকাল অবুঝ মায়াজালে
একটু আকটু রঙধনুতে ভিজে রংতুলিতে
গহীনে শব্দজাল ভাবনাতে কবিয়াল
তুমি আমি আমি তুমি কোরাসে...

আমি হারিয়ে উড়ে যাই
চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে কবিতা রূপকথায়
ভিনগ্রহে ও ভিনগ্রহে নিরুপায়।

Post a Comment

Previous Post Next Post