Ads:

Hridoyer Gohin Bone (হৃদয়ের গহিন বনে) Lyrics by Ahnaf Khalid, Fazle Elahi Sakib & Nasrullah Irfan | Bangla Islamic Song 2022

Gojol's Informations
Name of the Gojol - Hridoyer Gohin Bone
Gojol's Vocalist - Ahnaf Khalid, Fazle Elahi Sakib and Nasrullah Irfan
Gojol's Composer - Ahmod Abdullah
Gojol's Lyricist - Ahmod Abdullah
Gojol's Release Date - 18 November 2022
Gojol's Published on Holy Tune Youtube Channel

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "হৃদয়ের গহিন বনে" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "হৃদয়ের গহিন বনে" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব ও নাসরুল্লাহ ইরফান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমদ আবদুল্লাহ এবং গজলটির কথা লিখেছেন আহমদ আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 18 November 2022 -তে প্রকাশিত হয়।


"হৃদয়ের গহিন বনে" গজলের সম্পূর্ণ লিরিক্স

হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
তুমি ছাড়া প্রেমের মালা গাঁথিনা গাঁথিনা
ওহো মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা।

ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা।

লক্ষ তারার মত তুমি জ্বলছো এই অন্তরে
আমি পথ খোঁজে নেই সেই আলোতে গহীন আঁধারে
লক্ষ তারার মত তুমি জ্বলছো এই অন্তরে
আমি পথ খোঁজে নেই সেই আলোতে গহীন আঁধারে
মন জুড়ে তাই তোমায় পাওয়ার অসীম বাসনা।

মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা।

মন তোমাকে খোঁজে কত স্বপ্নের আলিঙ্গনে
কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারি পানে
মন তোমাকে খোঁজে কত সপ্নের আলিঙ্গনে
কত কল্পনাতে যায় ছুটে যায় তোমারি পানে
অবুঝ এ মন তোমায় ছাড়া কিছুই বুঝে না।

মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা।

হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
হৃদয়ের গহীন বনে কত নানা ফুল ফোটে
তুমি ছাড়া প্রেমের মালা গাঁথিনা গাঁথিনা
ওহো মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা।

ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা ও মাদিনা মাদিনা
ও মাদিনা মাদিনা মাদিনা মাদিনা মাদিনা।

Post a Comment

أحدث أقدم