Eka Adharer Jatri (একা আঁধারের যাত্রী) Lyrics by Zahed | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Eka Adharer Jatri
Song's Vocalist - Zahed
Song's Composer - Zahed
Song's Lyricist - Zahed
Song's Release Date - 13 November 2022
Song's Published on The Tree Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "একা আঁধারের যাত্রী" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "একা আঁধারের যাত্রী" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী জাহেদ। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন জাহেদ এবং গানটির কথা লিখেছেন জাহেদ। গানটি ইউটিউব চ্যানেল The Tree -এ 13 November 2022 -তে প্রকাশিত হয়।
"একা আঁধারের যাত্রী" গানের সম্পূর্ণ লিরিক্স
তোমাদের আজ শোনাবো
নতুন এক গল্প
যা অনেক আগেই লেখা ছিল কোথাও।
নির্ঘুম কত রাত্রি
একা আঁধারের যাত্রী
যে ছিল আজও আছে এ ধরায়।
জোছনা গায়ে আলো আঁধারের সাথে
অন্তহীন আলাপ পথ চলতে রাতে
অবাক এই শহরটা ঘুমিয়ে গেছে কবে
তাইতো আছি পাহারায় আমি।
যদি স্বপ্নটাকে শেকল পরাই
খোলা আকাশে হাতনা বাড়াই
মায়ারাও তখন মুছে যাবে
জীবনটাও রং হারাবে।
কে আছো আজ আমার সাথে
সঙ্গ দেবে রাতটা জেগে
বিনিময় শুধু ভালবাসা
বেঁচে থাকার কারণ পাবে।
তার শীতল হাতটা ধরে
হেঁটে গেছি বহুদূরে
এমনটাই তো কথা ছিল হওয়ার।
নিবিড় করে চেয়েছি
শুধু তারই জন্যে গেয়েছি
যত গান আর গল্প লিখেছি।
সাগরের বুকে নীল জোছনায়
অসীম আলিঙ্গন আজো আমাকে জানায়
হারিয়ে যাওয়ার সময় যেন তুলে রাখা হয়
স্মৃতিতে তার আমরা সবাই স্বপ্ন কোরাস গাই।
ও ও ও...
তোমরাও এই গানটা গাইবে
একই সুরে স্বপ্নের কোরাসে
গল্পটা আজ বিলিয়ে দিলাম
চোখ বুঁজে তোমাদের মাঝে।
যাচ্ছি আমি এবার
সময় হল যাওয়ার
খুঁজে নিও আমায়
ওই তারাদের মেলায়।
Post a Comment