Dohon (দহন) Lyrics by Habib Wahid & Dola | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Dohon
Song's Vocalist - Habib Wahid and Dola
Song's Composer - Habib Wahid
Song's Lyricist - Suhrid Sufian
Song's Release Date - 08 November 2022
Song's Published on Habib Wahid Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দহন" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দহন" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও দোলা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন হাবিব ওয়াহিদ এবং গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। গানটি ইউটিউব চ্যানেল Habib Wahid -এ 08 November 2022 -তে প্রকাশিত হয়।
"দহন" গানের সম্পূর্ণ লিরিক্স
ডানা ভাঙা পাখি হয়ে
পড়ে আছি দু'দিকে দু' জন
অজানা এক ঝড় এসে
এলোমেলো করে দিলো জীবন।
নেই যে ভালোবাসা
সবই যেনো ধোঁয়াশা
কি অপরাধে বলো হলো এমন
আজ তোমাকে ছাড়া
আমি যে দিশেহারা
নেভানো যায় না এ মনেরই দহন।
ডানা ভাঙা পাখি হয়ে
পড়ে আছি দু'দিকে দু'জন
অজানা এক ঝড় এসে
এলোমেলো করে দিলো জীবন।
তুমি হীনা কাঁদে
অবুঝ মনটা আমার
শুন্যতার মাঝে মিশে যাই বারেবার।
ও আমার প্রিয়তমা ফিরে এসো
আমি ভালোবাসবো আবার
তুমি জানো না কি বলো
দু'চোখ ছলোছলো ঘিরে ধরেছে আঁধার।
নেই যে ভালোবাসা সবই যেনো ধোঁয়াশা
কি অপরাধে বলো হলো এমন আজ
তোমাকে ছাড়া আমি যে দিশেহারা
নেভানো যায় না এ মনেরই দহন।
ডানা ভাঙা পাখি হয়ে
পড়ে আছি দু'দিকে দু'জন
অজানা এক ঝড় এসে
এলোমেলো করে দিলো জীবন।
ও আমার প্রিয়তমা
ভুলতে পারিনি তোমার ভেজা কাজল
আমি জানিনা যত বাধা সবই যে
কালো সাদা তবু হৃদয়ে ফাটল।
নেই যে ভালোবাসা সবই যেনো ধোঁয়াশা
কি অপরাধে বলো হলো এমন আজ
তোমাকে ছাড়া আমি যে দিশেহারা
নেভানো যায় না এ মনেরই দহন।
ডানা ভাঙা পাখি হয়ে
পড়ে আছি দু'দিকে দু'জন
অজানা এক ঝড় এসে
এলোমেলো করে দিলো জীবন।
إرسال تعليق