Ditiyo Jibon (দ্বিতীয় জীবন) Lyrics by Imran And Porshi | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Ditiyo Jibon
Song's Vocalist - Imran Mahmudul And Porshi
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Kabir Bakul
Song's Release Date - 07 November 2022
Song's Published on CMV Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দ্বিতীয় জীবন" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দ্বিতীয় জীবন" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইমরান ও পোরশী। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমরান মাহমুদুল এবং গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটি ইউটিউব চ্যানেল CMV -এ 07 November 2022 -তে প্রকাশিত হয়।
"দ্বিতীয় জীবন" গানের সম্পূর্ণ লিরিক্স
তোমার মনে জায়গা পেলে
অন্য কোথাও কে আর যায়
তোমার ভালো বাসাই পারে
নিঃশ্বাস হয়ে বাঁচাতে আমায়।
যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে
এই তোমাকেই চাই
এই তোমাকে চাই।
পৃথিবীর পরে কি আছে পৃথিবী
আমার কানে সে কথা জানা
থাকে যদি সেখানেও তোমার সাথে
চাই লিখি হৃদয়ের ঠিকানা।
কাছে আসা তোমার জন্য
ভালোবাসা তোমার জন্য
তুমিতো আমার স্বপ্ন জগতে
আমাকে ভাসালাম তোমারই স্রোতে।
চিরদিনের সঙ্গী তুমি
মিশে গেছি তোমার ছায়ায়
তোমার ভালো বাসাই পারে
নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়।
যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে
এই তোমাকেই চাই
এই তোমাকে চাই।
তুমি নীল হয়ে মনেরই আকাশে
অনন্তকাল থাকো জড়িয়ে
অনুভবে প্রতিদিন প্রতিটি রাত
সুখ হয়ে থাকোনা ছড়িয়ে।
প্রেম দিলে একবিন্দু
দেবো হৃদয়ে মহাসিন্ধু
তোমারই প্রেমে অন্ধ করেছো
ফিরে যাবার পথ বন্ধ করেছো।
চিরকালের সঙ্গী তুমি
ডুবে গেছি তোমার ছায়ায়
তোমার ভালো বাসাই পারে
নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়।
যদি দ্বিতীয় জীবন পাই
আমি সেই জীবনে প্রাণে মনে
এই তোমাকে চাই
এই তোমাকে চাই।
Post a Comment