Ads:

Bhuban Majhi (ভূবন মাঝি) Lyrics by Subhamita Banerjee | New Bengali Song 2022

Song's Informations
Name of the Song - Bhuban Majhi
Song's Vocalist - Subhamita Banerjee
Song's Composer - Biswarup Ghosh Dastidar
Song's Lyricist - Jayanta Pathak
Song's Release Date - 30 October 2022
Song's Published on Shemaroo Bengali Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ভূবন মাঝি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ভূবন মাঝি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সুভমিতা ব্যানার্জি। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন বিশ্বরূপ ঘোষ দস্তিদার এবং গানটির কথা লিখেছেন জয়ন্ত পাঠক। গানটি ইউটিউব চ্যানেল Shemaroo Bengali Music -এ 30 October 2022 -তে প্রকাশিত হয়।


"ভূবন মাঝি" গানের সম্পূর্ণ লিরিক্স

ভুবন মাঝি তোমার মতো
একটা জীবন দাও
ভুবন মাঝি তোমার মতো
একটা জীবন দাও।

বদলে এই জীবন থেকে
স্বপ্নগুলো নাও
ভুবন মাঝি তোমার মতো
একটা জীবন দাও।

ভুবন মাঝি আসতে তুমি
দোলন বাতাস নিয়ে
বলতে হেসে মাতন দিদি
খেলব ঝিনুক দিয়ে।

এখনো কি ভুবন মাঝি
ঝিনুক বিলায় যাও
দাওনা কেন দাও কুড়িয়ে
আমার ঝিনুকটাও।

ভুবন মাঝি...
ভুবন মাঝি...
ভুবন মাঝি ভুবন মাঝি।

সাত পুরুষের বিলের ধারে
তেঁতুল গাছে বাসা
তোমার পালের হাওয়ায় ছিল
পাখির যাওয়া আসা।

আঁচল ভরে তেতুল দিতে
আঁজলা ভরে জল
তোমার চোখের মণি আমার
চোখে টলমল।

ভুবন মাঝি...
ভুবন মাঝি...
ভুবন মাঝি ভুবন মাঝি।

হারিয়ে গেছে ভুবন মাঝি
সাত পুরুষের বিল
তেঁতুল গাছে পাখি কোথায়
এখন শুধুই চিল।

নাদের আলি বন্ধু তোমার
আসতো মাঝে মাঝে
শিখিয়ে যেত নামতা আমায়
লাগলো কোথায় কাজে।

ভুবন মাঝি...
ভুবন মাঝি...
ভুবন মাঝি ভুবন মাঝি।

ভুবন মাঝি আমি তো আর
বালিকা নই আজ
বয়স আমার মুখের রেখায়
ফেলেছে যে ভাঁজ।

ভুবন মাঝি এখনো কি
সেই নৌকা বাও?
ভুবন মাঝি আর একটি বার
আমার পানে চাও।

ভুবন মাঝি...
ভুবন মাঝি...
ভুবন মাঝি ভুবন মাঝি
ভুবন মাঝি ভুবন মাঝি।

Post a Comment

Previous Post Next Post