Apology (এপোলোজি) Lyrics by Rishi Panda | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Apology
Song's Vocalist - Rishi Panda
Song's Composer - Rishi Panda
Song's Lyricist - Rishi Panda
Song's Release Date - 06 November 2022
Song's Published on Rishi Panda Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "এপোলোজি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "এপোলোজি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ঋষি পান্ডা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ঋষি পান্ডা এবং গানটির কথা লিখেছেন ঋষি পান্ডা। গানটি ইউটিউব চ্যানেল Rishi Panda -এ 06 November 2022 -তে প্রকাশিত হয়।
"এপোলোজি" গানের সম্পূর্ণ লিরিক্স
আশা করি ভালোই আছো
সবই সহজ আজ আমায় ছাড়া
আমার মতন হয়নি জীবন
দিকশুন্য দিশাহারা।
আশা করি ঘুম এসে যায় রোজ
শুকনো চাদরে
আমি ছাড়া দমবন্ধ হয় না আর
হঠাৎ করে।
it's just an apology is what we needed
সময় হয়নি তাও
সেই ঝগড়াঝাটি দিয়ে ফাঁকি
আজ তুমি উধাও।
আরও বাড়ছে শীত দিগবিদিক
থামছে না লড়াই
এই পথ গহীন অন্তহীন
নেই কোন উপায়।
ঘুমহীন রাতের শেষ নেই
হারিয়ে যাচ্ছে অনেকেই
তুমিও কাউকে খুঁজে নাও
সবই পাও মনে যা চাও।
একই চাঁদের আলোয় আজ
ভিজছে তোমার আমার রাত
ভাবনা করে যে সম্বল
এই বন্ধ ঘড়ির দল।
সঙ্গ দিক সঙ্গ দিক...
অন্ধকারে মাথাচাড়া দেয়
ঘোর বাস্তব
চিন্তারা সব ভিড় যে বাড়ায়
I need to stop
পছন্দমতো রঙ লাগিও
নেলপলিশে
শান্তিতে রোজ এসে যায় ঘুম
শুকনো বালিশে।
it's just an apology is what we needed
সময় হয়নি তাও
সেই ঝগড়াঝাটি দিয়ে ফাঁকি
আজ তুমি উধাও।
আরও বাড়ছে শীত দিগবিদিক
থামছে না লড়াই
এই পথ গহীন অন্তহীন
নেই কোন উপায়।
إرسال تعليق