Ads:

Notun Premer Gaan (নতুন প্রেমের গান) Lyrics by Debraj Bhattacharya & Surangana Bandyopadhyay | New Bengali Song 2022

Song's Informations
Name of the Song - Notun Premer Gaan
Song's Vocalist - Debraj Bhattacharya and Surangana Bandyopadhyay
Song's Composer - Debraj Bhattacharya
Song's Lyricist - Anirban Bhattacharya
Song's Release Date - 19 October 2022
Song's Published on SVF Youtube Channel

This song is a song of Bengali Movie
Name of the Movie - Ballabhpurer Roopkotha
Starring - Satyam Bhattacharya and Surangana Bandhopadhyay
Director - Anirban Bhattacharya
Release Date - 2022
Language - Bengali
Country - India

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "নতুন প্রেমের গান" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "নতুন প্রেমের গান" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী দেবরাজ ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন দেবরাজ ভট্টাচার্য এবং গানটির কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। গানটি ইউটিউব চ্যানেল SVF -এ 19 October 2022 -তে প্রকাশিত হয়।


"নতুন প্রেমের গান" গানের সম্পূর্ণ লিরিক্স

তোমাকেই ভালো লেগেছে
তোমাকেই ভালো লেগেছে
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
এক নদী ভরা স্নান।

তোমাকেই মনে ধরেছে তাই
পুরোনো খাতায় লিখে রাখলাম
নতুন প্রেমের গান।

আমার আঁধার দিনলিপি জুড়ে
জ্বেলে দাও তুমি আলো
আরও ভালো আরো ভালোবেসে তুমি
উঠোন সাজিয়ে দাও।

তোমার আদর আলগোছ করে
মায়াভরা চোখে ঢালো
আরো আলো আরো আলো রঙে তুমি
এ মাটি রাঙিয়ে দাও।

যেন আমার ভাঙা এ জানালার ফাঁকে
তোমার আঙ্গুল ছোঁয়া লেগে থাকে
বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে
ক্লান্তির অবসান।

তোমাকেই ভালো লেগেছে
তাই তোমার দালান জুড়ে আঁকলাম
এক নদী ভরা স্নান।

তোমাকেই মনে ধরেছে তাই
পুরোনো খাতায় লিখে রাখলাম
নতুন -- প্রেমের গান।

আমি চেনা গলি চেনা রাজপথ
চেনা আলো দিয়ে
মোড়া নগরের থেকে এসেছি।

তোমার অচেনা দালানে যত পাখি আছে
বলেছে আমাকে যা বলার আছে
চুপ করে আমি সেই সব কথা শুনেছি
আমি শুনেছি আমি শুনেছি।

নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে
ভাঙ্গনের সুর দিয়েছি থামিয়ে
আঁধার সরিয়ে তোমাকেই আমি চিনেছি।

তোমাকেই ভালো লেগেছে
তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম
মন ভালো করা আলোয়।

তোমাকেই মনে ধরেছে
দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে
বেশ দু'জনে মন্দ ভালোয়।

Post a Comment

Previous Post Next Post