Ads:

Taka Lage (টাকা লাগে) Lyrics by Pranjal Biswas | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Taka Lage
Song's Vocalist - Pranjal Biswas
Song's Composer - Nilayan Chatterjee
Song's Lyricist - Nilayan Chatterjee
Song's Release Date - 08 September 2022
Song's Published on Sony Music India Youtube Channel

This song is a song of Bengali Movie
Name of the Movie - Kacher Mansuh
Starring - Dev And Ishaa Saha
Director - Pathikrit Basu
Release Date - 2022
Language - Bengali
Country - India

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "টাকা লাগে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "টাকা লাগে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী প্রাঞ্জল বিশ্বাস। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন নিলয়ন চ্যাটার্জি এবং গানটির কথা লিখেছেন নিলয়ন চ্যাটার্জি। গানটি ইউটিউব চ্যানেল Sony Music India -এ 08 September 2022 -তে প্রকাশিত হয়।



"টাকা লাগে" গানের সম্পূর্ণ লিরিক্স

গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
চাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে।

যতই ভর ততই পকেট ফাঁকা লাগে
যতই ভর ততই পকেট ফাঁকা লাগে
ফাঁকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে।

ঘুম ভেঙে চললো ভোলা...
ঘুম ভেঙে চললো ভোলা
নিয়ে রুজি-রুটির ঝোলা
কাজু হতে চললো ছোলা।

ফকিরিতে পেটে বড় ছ্যাঁকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে।

আমি খোদারে ডাইকা বলি
প্রাণের কত দাম রে খোদা
ও খোদা...

খোদা বলে রাজা ফকির
সবার এক আনজাম রে ভোলা
কি করবি জেনে রে তুই দাম?
ওরে কি করবি জেনে রে তুই দাম?

বলি লোকে ছি ছি করে
ফকির খালি পেটে মরে
বলি লোকে ছি ছি করে
ফকির খালি পেটে মরে।

ও কেন আত্মা মরে দেহ জাগে
ও কেন আত্মা মরে দেহ জাগে
দেহ জাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে।

গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
গাড়ি গড়াতে যেমন চাকা লাগে
চাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে
কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে।

ও খোদা... ও খোদা রে

Post a Comment

Previous Post Next Post