Odrissho Nupur (অদৃশ্য নূপুর) Lyrics by Liza | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Odrissho Nupur
Song's Vocalist - Liza
Song's Composer - Razu Choudhury
Song's Lyricist - Razu Choudhury
Song's Release Date - 04 September 2022
Song's Published on Agniveena Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "অদৃশ্য নূপুর" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "অদৃশ্য নূপুর" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী লিজা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রাজু চৌধুরী এবং গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী। গানটি ইউটিউব চ্যানেল Agniveena -এ 04 September 2022 -তে প্রকাশিত হয়।
"অদৃশ্য নূপুর" গানের সম্পূর্ণ লিরিক্স
একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারো
তুমি চাইলে আমি চাঁদ হবো নীল আকাশে
চাইলে আমি মেঘ হয়ে বৃষ্টি হবো অনায়াসে।
তুমি চাইলে আমি পাবোনা যে তোমার ভালোবাসা
ভালোবাসাটা তুমি তোমার মতই করো
হুঁ... একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারো।
আলতা পায়ে নূপুর বেজেছিলো আমার
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন
আলতা পায়ে নূপুর বেজেছিলো আমার
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন।
রাতজাগা প্রহর কুয়াশা ভরা ভোর
আমার আদর তোমার কাছে
হারিয়ে যাওয়া কোন স্বপ্ন এলোমেলো।
আঁকা বাঁকা সব হয়েছিলো যেন
ভাগ্য বদলে এখন তুই অন্য কারো
রিনঝিন রিনঝিন নূপুর পায়ে যেন
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন।
ভালোবাসা তোমার আমার মিছে আশা
ছিলাম আমি তোমার ক্ষণিক পিয়াসা
হুঁ... ভালোবাসা তোমার আমার মিছে আশা
ছিলাম আমি তোমার ক্ষণিক পিয়াসা।
যতক্ষণ আমি ছিলাম পাশে
যে ভলোবাসা বেসেছো আমাকে
হতাশা এ মন কষ্টে এলোমেলো।
বোঝা হলো ভুল অনেক সময়ের পরে
আমি কার তুমি কার
রিনঝিন রিনঝিন নূপুর পায়ে যেন
রিনঝিন রিনঝিন রিনঝিন রিনঝিন।
একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারও
তুমি চাইলে আমি চাঁদ হবো নীল আকাশে
চাইলে আমি মেঘ হয়ে বৃষ্টি হবো অনায়াসে।
তুমি চাইলে আমি পাবোনা যে তোমার ভালোবাসা
ভালোবাসাটা তুমি তোমার মতোই করো
হুঁ... একটু ভালোবাসা চাইছি দিতে পারো
আবার একটু কষ্ট দিলে সইবো আবারো।
Post a Comment