Mone Mone (মনে মনে) Lyrics by Shilpi Biswas | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Mone Mone
Song's Vocalist - Shilpi Biswas
Song's Composer - Fidel Naim
Song's Lyricist - Sheikh Nazrul
Song's Release Date - 01 September 2022
Song's Published on HM Voice Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "মনে মনে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "মনে মনে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ফিদেল নাইম এবং গানটির কথা লিখেছেন শেখ নজরুল। গানটি ইউটিউব চ্যানেল HM Voice -এ 01 September 2022 -তে প্রকাশিত হয়।
"মনে মনে" গানের সম্পূর্ণ লিরিক্স
মনটা আমার ব্যাক্তিগত
বুঝি না তাই অতশত
যারে খুশি দেবো আমি
তারে নিয়ে যখন তখন
যা খুশি তা ভাবুক না মন।
করবো দারুণ পাগলামি
মনটা আমার ব্যাক্তিগত
বুঝি না তাই অতশত
যারে খুশি দেবো আমি।
চোখ দু'টো যে একলা আমার
দেখবো নাকি দেখবো না আর
ভাবনা কেনো এতোই তোমার
দিচ্ছো তাড়া চক্ষু খোলার।
করো যতই পাগলামি
মনটা আমার ব্যাক্তিগত
বুঝি না তাই অতশত
যারে খুশি দেবো আমি।
বুকটা দখল করবে যতো
ভাববো আমি আমার ততো
অল্প অল্প অল্প তো নয়
ভাগ পাবে না একটু হৃদয়।
কপালজুড়ে ভাগ্য আমার
পড়ুক না ভাঁজ তাতে কী কার
হয়তো পাবো নয় হারাবো
ভাবনা কেনো এতোই তোমার।
তোমার আমি হবো না আর
করো যতই পাগলামি
মনটা আমার ব্যাক্তিগত
বুঝি না তাই অতশত
যারে খুশি দেবো আমি।
Post a Comment