Jani Ekdin (জানি একদিন) Lyrics by Khepar Dol | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Jani Ekdin
Song's Vocalist - Khepar Dol
Song's Composer - Suman Kalyan
Song's Lyricist - Shahid Mahmud Jangi
Song's Release Date - 08 September 2022
Song's Published on Protune Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "জানি একদিন" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "জানি একদিন" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ক্ষ্যাপার দল। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন সুমন কল্যাণ এবং গানটির কথা লিখেছেন শাহিদ মাহমুদ জঙ্গী। গানটি ইউটিউব চ্যানেল Protune -এ 08 September 2022 -তে প্রকাশিত হয়।
"জানি একদিন" গানের সম্পূর্ণ লিরিক্স
কতটুকু পথ পাড়ি দিলে
ভালবাসা ছোঁয়া যায়
আকাশ মাটিতে নামে
নিবিড় মমতায়।
জানি একদিন খুঁজে নেবো
খুঁজে নেবো তোমায়
কাঁদা মাখা শিশুর
ভুলে যাওয়া ছায়ায়।
কিশোর মনের কল্পনা মায়ায়
তারুণ্যের স্বপ্নলোকের আভায়
খুঁজে নেবো তোমায়।
কোন কোন বাদামী বিকেল
ভালো লাগতো
যতবার বুকের মাঝে নিতে
আাইতাম ততবারই হারিয়ে যেত।
ঝলমলে বাঁশি ডাকা
রাত ভালো লাগতো
যতবার যতবার আপন করে নিতে চাইতাম
ততবারই নিঃস্ব হতাম।
Post a Comment