Ads:

E Mon Vije Jay (এ মন ভিজে যায়) Lyrics by Bappa Mazumder | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - E Mon Vije Jay
Song's Vocalist - Bappa Mazumder
Song's Composer - Aamlaann Chakraabarty
Song's Lyricist - Godhuli Sharma
Song's Release Date - 03 September 2022
Song's Published on Rtv Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "এ মন ভিজে যায়" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "এ মন ভিজে যায়" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আমলান চক্রবর্তী এবং গানটির কথা লিখেছেন গোধুলি শর্মা। গানটি ইউটিউব চ্যানেল Rtv Music -এ 03 September 2022 -তে প্রকাশিত হয়।


"এ মন ভিজে যায়" গানের সম্পূর্ণ লিরিক্স

এ মন ভিজে যায়
এ মন যে হারায়
চোখে মেঘ নামে নিরালায়
চোখে মেঘ থামে কেন হায়।

চোখে মেঘ নামে নিরালায়
চোখে মেঘ থামে কেন হায়
এ মন ভিজে যায়
এ মন যে হারায়।

মন ফিরে ফিরে চায়
আকাশের আঙ্গিনায়
এই বাদল ধারা
কত কি বলে যায়।

এ মন ভিজে যায়
এ মন যে হারায়
এ মন ভিজে যায়
এ মন যে হারায়।

আনমনা এই শ্রাবণ
তোমায় খোঁজে সারাক্ষণ
বরশন এ শ্রাবণ
পিয়া বীণা মন কেমন।

চোখে মেঘ নামে নিরালায়
চোখে মেঘ থামে কেন হায়।

চোখে মেঘ নামে নিরালায়
চোখে মেঘ থামে কেন হায়
এ মন ভিজে যায়
এ মন যে হারায়।

মন ফিরে ফিরে চায়
আকাশের আঙ্গিনায়
এই বাদল ধারা
কত কি বলে যায়।

এ মন ভিজে যায়
এ মন যে হারায়
এ মন ভিজে যায়।

Post a Comment

أحدث أقدم