Dolil (দলিল) Lyrics by Shiekh Sadi | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Dolil
Song's Vocalist - Shiekh Sadi
Song's Composer - Shamran Ahamed Milon
Song's Lyricist - Shamran Ahamed Milon
Song's Release Date - 12 September 2022
Song's Published on Shiekh Sadi Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দলিল" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দলিল" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী শেখ সাদী। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন শামরান আহমেদ মিলন এবং গানটির কথা লিখেছেন শামরান আহমেদ মিলন। গানটি ইউটিউব চ্যানেল Shiekh Sadi -এ 12 September 2022 -তে প্রকাশিত হয়।
"দলিল" গানের সম্পূর্ণ লিরিক্স
মুখের কথা বিশ্বাস কইরা
করলাম না দলিল
আমার সনে ভাব জমাইয়া
কারে দিলা দিল?
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল।
ছলে কলে প্রেম শিখাইয়া
দিয়াছো উড়াল
কলিজাতে মাইরা গেলা
ধারালো কুড়াল।
জন্মের তরে বুকে দিলা
কষ্ট নামের সীল
জন্মের তরে বুকে দিলা
কষ্ট নামের সীল।
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম না রে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল।
অন্তরেতে বিষ রাখিয়া
মুখে মধুর ভাব
বুঝতে আমার হইলো দেরি
এই তোমার স্বভাব।
সুকৌশলে ভাংলা তুমি
মনেরও মঞ্জিল
সুকৌশলে ভাংলা তুমি
মনেরও মঞ্জিল।
বন্ধু তোমার কথা কাজে
পাইলামনা রে মিল
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম না রে মিল।
আশায় আশায় বুক বান্ধিয়া
হইয়াছি নইরাশ
মন জমিনে এখন শুধু
করি দূঃখের চাষ।
সামরানে কয় প্রেম দুয়ারে
দিয়াদিছি খিল
সামরানে কই প্রেম দুয়ারে
দিয়া দিছি খিল।
বন্ধু তোমার কথা কাজে
পাইলাম নারে মিল...
Post a Comment