Ads:

Valo Thakis Kemon Kore (ভালো থাকিস কেমন করে) Lyrics by Samz Vai | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Valo Thakis Kemon Kore
Song's Vocalist - Samz Vai
Song's Composer - Polok Hasan Sumon
Song's Lyricist - Nur Mohammad Ripon
Song's Release Date - 28 July 2022
Song's Published on OVS Music Youtube Channel


"ভালো থাকিস কেমন করে" গানের সম্পূর্ণ লিরিক্স

আমি তোমার মনের মানুষ
ছিলাম যে একদিন
এখন তোমার মনের বাড়ি
অন্যের অধীন।

আমি তোমার মনের
মানুষ ছিলাম যে একদিন
এখন তোমার মনের বাড়ি
অন্যের অধীন।

ভালো থাকি কেমন করে
একলা তুমি হীন
ভালো থাকি কেমন করে
একলা তুমি হীন।

আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।

আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।

তোমার আশার ফুল দানিতে
কত রঙিন ফুল
আমার আশা থমকে গেছে
এগোই না এক চুল। 

তোমার আশার ফুল দানিতে
কত রঙিন ফুল
আমার আশা থমকে গেছে
এগোই না এক চুল।

আমার মনে ব্যথার আগুন
জ্বলে প্রতিদিন
আমার মনে ব্যথার আগুন
জ্বলে প্রতিদিন।

আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।

আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।

এখন তোমার মন পাড়াতে
কেবা আসে যায়
কার বা হাতের একটু ছোঁয়া
তোমাকে হাসায়।

এখন তোমার মন পাড়াতে
কেবা আসে যায়
কার বা হাতের একটু ছোঁয়া
তোমাকে হাসায়।

তোমার বুকে সুখের ফাগুন
বেদনা বিহীন
তোমার বুকে সুখের ফাগুন
বেদনা বিহীন।

আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।

আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন
আমি ছাড়া ভালোই বুঝি
কাটছে তোমার দিন।

Post a Comment

أحدث أقدم