Ads:

Prothom Dekhay (প্রথম দেখায়) Lyrics by Anrob Islam | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Prothom Dekhay
Song's Vocalist - Anrob Islam
Song's Composer - Marcell
Song's Lyricist - Mahabur Rahman
Song's Release Date - 02 August 2022
Song's Published on CD Choice Youtube Channel

This song is a song of Bengali Drama
Name of the Drama - Sweetheart
Starring - Farhan Ahmed Jovan and Keya Payel
Director - Rafat Mozumder Rinku
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh


"প্রথম দেখায়" গানের সম্পূর্ণ লিরিক্স

প্রথম দেখায় কি যে মায়ায়
আমায় জড়িয়ে নিলে
ভালোবাসার বৃষ্টি হয়ে
হৃদয়ে ভিজিয়ে দিলে।

জীবন জুড়ে আপন করে
থেকো আমার পাশে
সুখের নীলে দু'জন মিলে
উড়বো এক আকাশে।

ও... ও... ও...

আনমনে অকারণে
তোমাকেই ভাবে মন
কেটে যায় রাত দিন
তুমি তুমি সারাক্ষণ।

আনমনে অকারণে
তোমাকেই ভাবে মন
কেটে যায় রাত দিন
তুমি তুমি সারাক্ষণ। 

যেখানেই যাও তুমি
মন পিছু পিছু যায়
বাহানায় ওজুহাতে
তোমাকেই ছুতে চায়।

জীবন জুড়ে আপন করে
থেকো আমার পাশে
সুখের নীলে দু'জন মিলে
উড়বো এক আকাশে।

ও... ও... ও...

Post a Comment

أحدث أقدم